For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজমগড়-রামপুর উপনির্বাচনে প্রার্থী নিশ্চিত করেছে সমাজবাদী পার্টি, লড়াই ত্রিমুখী বলছেন বিশেষজ্ঞরা

আজমগড়-রামপুর উপনির্বাচনে প্রার্থী নিশ্চিত করেছে সমাজবাদী পার্টি, লড়াই ত্রিমুখী বলছেন বিশেষজ্ঞরা

  • |
Google Oneindia Bengali News

বিধানসভা নির্বাচন ২০২২ এবং সেখানে বড় ব্যবধানে জিতে যোগী সরকারের ফিরে আসার রেশ এখনও লেগে রয়েছে উত্তরপ্রদেশ তথা দেশের বড় অংশে৷ এর মাঝেই আবার দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন উত্তরপ্রদেশে৷ চলতি মাসেরই ২৩ তারিখ উত্তরপ্রদেশের আজমগড় ও রামপুরে উপনির্বাচন। তার আগে প্রার্থী ঘোষণা করে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে রাখছে উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলি৷ সূত্রের খবর, সমাজবাদী পার্টি ইতিমধ্যেই রামপুর-আজমগড় উপনির্বাচনের জন্য প্রার্থী বাছাই করেছে, বিশেষজ্ঞরা বলছেন এই আসন দুটিতে ত্রিমুখী লড়াই হবে। আজম খানের স্ত্রী রামপুর আসনে সপার হয়ে ভোট লড়তে চলেছেন বলে জানা গিয়েছে।

কে কোথায় প্রার্থী?

কে কোথায় প্রার্থী?

সমাজবাদী পার্টি আজমগড় এবং রামপুর আসনের লোকসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে আজম খানের স্ত্রী তানজিম ফাতিমা সপার হয়ে রামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ধর্মেন্দ্র যাদব আজমগড় থেকে সপার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালে আজমগড় এবং রামপুর উভয় আসনই জিতেছিল সমাজবাদী পার্টি। অখিলেশ আজমগড় আসনে জিতেছিলেন এবং আজম খান রামপুর আসন থেকে বিজয়ী হয়েছিলেন। চলতি বছর মার্চে বিধানসভা নির্বাচনে অন্য আসনে জয়ী হওয়ার পর উভয় নেতাই লোকসভা আসন থেকে পদত্যাগ করেন৷ সে কারণেই আজমগড় ও রামপুরে উপনির্বাচন৷

এবার লড়াই ত্রিমুখী!

এবার লড়াই ত্রিমুখী!

তবে বিশেষজ্ঞরা বলছেন এবার এই আসনগুলিতে সহজ জয় পাবে না সপা৷ নিজেদের শক্ত ঘাঁটি আজমগড়েও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে অখিলেশের দল৷ এই আসনে যেখানে প্রচুর মুসলিম এবং যাদব জনসংখ্যা রয়েছে। বসপা এই আসনে শাহ আলম ওরফে গুড্ডু জামালিকে প্রার্থী করেছে, যিনি মুসলিম-দলিত ভোট পেতে পারেন বলে অনেকেই মনে করছেন৷ অন্যদিকে জনপ্রিয় ভোজপুরি তারকা দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়ার আজমগড়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷

আজমগড় আর সুরক্ষিত আসন নয়, বলছেন সপা কর্মী!

আজমগড় আর সুরক্ষিত আসন নয়, বলছেন সপা কর্মী!

দীনেশ লাল যাদব, ইতিমধ্যেই তার প্রচার শুরু করে দিয়েছেন৷ তিনি নিজের ভোট প্রচারে এসে অখিলেশকে আক্রমণের অভিনব পন্থা নিয়েছেন। তিনি প্রচার করছেন, 'অখিলেশ যাদব আজমগড়ের মানুষকে ত্যাগ করেছেন।' বিজেপি সূত্রের খবর অনুযায়ী আরও দুই বড় ভোজপুরি তারকা এবং সাংসদ, মনোজ তিওয়ারি এবং রবি কিষাণকে দেখা যাবে দীনেশ লাল যাদবের পক্ষে প্রচার চালাতে। একজন সমাজবাদী পার্টির কর্মকতা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে, আজমগড় কোনও দলের জন্যই আর একটি 'নিরাপদ' আসন নয়।

গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ! বিজেপিকে নিশানা করে জনগণের কাছে 'একত্রিত' লড়াই শুরু আহ্বান লালু যাদবের গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দেশ! বিজেপিকে নিশানা করে জনগণের কাছে 'একত্রিত' লড়াই শুরু আহ্বান লালু যাদবের

English summary
source said Samajwadi Party already select candidate for Rampur-Azamgarh by-election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X