For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা প্রকোপের মাঝে ইতিহাসে বৃহত্তম উদ্ধার-অভিযান! কী কী নির্দেশিকা জারি কেন্দ্রের?

Google Oneindia Bengali News

এপ্রিল শেষ হয়ে মে মাসে পা দিতেই বিদেশে আটক ভারতীয়দের দেশে ফেরানোর তোরজোড় শুরু করে ভারত সরকার। পৃথিবীর নানা প্রান্তে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে সাত দিনের মধ্যে দেশে ফেরানোর উদ্যোগী হয়েছে বিদেশমন্ত্রক। এর মধ্যেই কেন্দ্র জানিয়ে দেয় যে সবার আগে দেশে ফিরবেন নীল-কলারের কর্মচারীরা।

আকাশ ও জলপথে ফেরানো হবে প্রবাসীদের

আকাশ ও জলপথে ফেরানো হবে প্রবাসীদের

জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে ১৩ তারিখের মধ্যে আকাশ ও জলপথে তাঁদের ফেরানো হবে। তবে এই ভালো খবরের মধ্যেও কেন্দ্রের এই পদক্ষেপ রয়েছে প্রশ্নচিহ্ন। তাঁদের বক্তব্য, যাঁরা ফিরছেন, তাঁদের যথাযথ পরীক্ষা করা না হলে সংক্রমণের প্রবল সম্ভাবনা থেকে যায়। শুধু তা-ই নয়, এঁদের সকলের উপরে নজরদারিও বজায় রাখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

দেশে ফের করোনা-সংক্রমণ বাড়ার সম্ভাবনা

দেশে ফের করোনা-সংক্রমণ বাড়ার সম্ভাবনা

দেশে করোনা-সংক্রমণ পুরোদস্তুর শুরুর অনেক আগেই আন্তর্জাতিক উড়ান বন্ধের দাবি তুলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়ালরা। তবে উড়ান বন্ধ করতে কিছুটা হলেও দেরি হয় কেন্দ্রের। যার জেরে দেশে বিদেশ থেকে আগত মানুষদের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়। পরবর্তীতে যা দেশে ছড়িয়ে পড়ে।

ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য বিদেশমন্ত্রকের নির্দেশিকা

ওভারসিজ ইন্ডিয়ানদের জন্য বিদেশমন্ত্রকের নির্দেশিকা

বিদেশমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ওসিআই (ওভারসিজ ইন্ডিয়ান) কার্ডধারীদের ফেরানো হবে না। আপাতত যা নির্দেশিকা, তা অনুযায়ী দেশে ফিরতে চাওয়া প্রত্যেক ভারতীয়কে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যেখানে করোনার কোনও উপসর্গ তাঁদের রয়েছে কি না, সেটা জানানো বাধ্যতামূলক। বিমানে ওঠার আগে মেডিক্যাল স্ক্রিনিং হবে প্রত্যেকের। উপসর্গ না থাকলে মিলবে ছাড়পত্র।

যানের মধ্যে সামাজিক দূরত্ব

যানের মধ্যে সামাজিক দূরত্ব

যানের মধ্যে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গড়ে ২০০-৩০০ জন যাত্রীর ব্যবস্থা থাকবে। বিদেশমন্ত্রকের বক্তব্য, দেশে ফেরামাত্র ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে তাঁদের, যার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। ওই মেয়াদ পেরোলে কোভিড-১৯ পরীক্ষা করা হবে।

অভিযানে অগ্রাধিকার পাবেন যারা

অভিযানে অগ্রাধিকার পাবেন যারা

অন্তঃসত্ত্বা, বয়স্ক, অসুস্থ বা প্রিয়জন হারিয়েছেন এমন বাসিন্দারা এই উদ্ধার অভিযানে অগ্রাধিকার পাবেন। টিকিটের দাম ও কোয়ারেন্টাইনে থাকাকালীন খরচ অবশ্য যাত্রীদেরই দিতে হবে।

যাত্রীদের খরচ

যাত্রীদের খরচ

প্রথম সপ্তাহে যে দেশগুলিতে উদ্ধার-অভিযান চলবে, তার মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব-সহ উপসাগরীয় এলাকার একাধিক রাষ্ট্র। আমেরিকা থেকে ফিরতে ১ লক্ষ, ব্রিটেন থেকে ফিরতে ৫০ হাজার ও বাংলাদেশ থেকে ফিরতে ১২,০০০ টাকা দিতে হবে। দেশে ফেরা যাত্রীদের মোবাইলে 'আরোগ্য সেতু' অ্যাপ বাধ্যতামূলক।

১৩ মে-র মধ্যে দেশে ফিরবেন ১৫ হাজার ভারতীয়

১৩ মে-র মধ্যে দেশে ফিরবেন ১৫ হাজার ভারতীয়

মঙ্গলবার প্রকাশিত প্রস্তাব অনুযায়ী, আগামী ৭ মে থেকে ১৩ মে-র মধ্যে বিশ্বের ১৩টি দেশ থেকে মোট ৬৪টি উড়ানে আনুমানিক ১৪,৮০০ ভারতীয় দেশে ফিরবেন। অনেকের দাবি, বিশ্বের ইতিহাসে বৃহত্তম উদ্ধার-অভিযান হতে চলেছে এটি।

English summary
SOP directives of MEA for those who returning to India in largest ever evacuation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X