For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুগলে এক সার্চেই পাওয়া যাবে রেস্তোরাঁর বিস্তারিত মেনু, দাম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গুগল
হায়দরাবাদ, ৪ মার্চ: ভাবছেন প্রিয়তমাকে নিয়ে ভালো রেস্তোরাঁতে খেতে যাবেন! বেশ। ঠিক করলেন, আগে থেকে দরদাম করে টেবিল 'বুক' করতে হবে। কিন্তু মেনু কী, দামই বা কত, এ সব নিয়ে কে দেবে খোঁজখবর? কেন? গুগল আছে তো!

গুগলে এভাবে রেস্তোরাঁ খোঁজা এখন জলভাত। প্রেমিকাকে নিয়ে খেতে যাওয়া, বন্ধুর জন্মদিন উপলক্ষে ভোজ ইত্যাদি ক্ষেত্রে অনেকে আগাম টেবিল 'বুক' করেন গুগল ঘেঁটে। মেনল্যান্ড চায়না নাকি পিটার ক্যাট নাকি ওহ্ ক্যালকাটা, গুগলে খুঁজলেই পাওয়া যায় সব। দেখেশুনে বেছে নিলেই হল!

আর এবার আপনার দেখেশুনে বেছে নেওয়ার কাজটা আরও সহজ করে দিচ্ছে গুগল। কীভাবে?

ধরা যাক, এখন আপনি গুগলে সার্চ দিলেন, গুড রেস্তোরাঁ ইন কলকাতা। দেখবেন, বিভিন্ন লিঙ্ক আসবে। পছন্দ মতো লিঙ্কে আপনি ক্লিক করলেন। পেয়ে যাবেন বিভিন্ন রেস্তোরাঁর নাম আর মোটামুটি তাদের খাবারের একটা আনুমানিক দাম। আরও একটা জিনিস এখন করতে পারেন। সেটা হল, নির্দিষ্ট রেস্তোরাঁর নাম দিয়ে সার্চ করতে পারেন। যেমন, আপনি গুগলে গিয়ে লিখলেন, ওহ্ ক্যালকাটা। চলে আসবে সংশ্লিষ্ট রেস্তোরাঁর নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক। সেখানে ক্লিক করে দেখে নিলেন মেনু, খাবারের দাম। আবার সব ক্ষেত্রে যে সব খাবারের দাম এভাবে জানা যায়, এমনটাও কিন্তু নয়। কখনও কখনও শুধু খাবারের নামটাই উল্লেখ থাকে।

রেস্তোরাঁ খোঁজার এই ব্যবস্থাই এ বার পাল্টাতে চলেছে গুগল। অদূর ভবিষ্যতে যদি আপনি কলকাতা বা যে কোনও বড় শহরের ভালো রেস্তোরাঁ খুঁজতে চান, তা হলে গুগলে গিয়ে লিখুন, গুড রেস্তোরাঁ ইন অমুক...। দেখবেন, বড় বড় রেস্তোরাঁগুলির নাম, তাদর বিস্তারিত মেনু আর দাম দেখা যাচ্ছে। প্রথম পাতাতেই। স্টার্টার, অ্যাপেটাইজার, মেন কোর্স, ডেসার্ট ইত্যাদি ভাগভাগ উল্লেখ থাকবে নয়া ব্যবস্থায়।

আপনাকে আর লিঙ্কের পর লিঙ্ক ক্লিক করে খুঁজতে হবে না। এতে সময় বাঁচবে। ইতিমধ্যে এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে আমেরিকায়। ভারতেও খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা চালু করতে চলেছে গুগল।
গুগল সার্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত সিঙ্ঘল জানালেন, তাঁরা আরও সার্চ ইঞ্জিনকে আরও যুগোপযোগী করতে চাইছেন। কারণ যুগোপযোগী হয়ে ওঠা এবং থাকাই গুগলের বৈশিষ্ট্য।

English summary
Soon, Google will show restaurant menu with prices in search
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X