For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চপ,এগরোল কেনার সময় সতর্ক হোন! 'কাগজের ঠোঙা' নিয়ে আসছে নয়া নিয়ম

এবার পুরনো নিউজ পেপার বা প্লাস্টিকের প্যাকেটে খাবার জিনিস বিক্রি ঘিরে কড়া পদক্ষেপ নিতে চলেছে 'ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'।

  • |
Google Oneindia Bengali News

এবার পুরনো নিউজ পেপার বা প্লাস্টিকের প্যাকেটে খাবার জিনিস বিক্রি ঘিরে কড়া পদক্ষেপ নিতে চলেছে 'ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'। জানা গিয়েছে এই সমস্ত মোড়ক থেকে খাবারে বিষক্রিয়া হচ্ছে বলেই এমন কড়া ব্যবস্থার পথে এগিয়েছে প্রতিষ্ঠানটি।

চপ,এগরোল কেনার সময় সতর্ক হোন! কাগজের ঠোঙা নিয়ে আসছে নয়া নিয়ম

এবার থেকে কেউ পুরোনো সংবাদপত্র থেকে তৈরি করা ঠোঙা বা প্লাস্টিকের প্যাকেটে, বা প্লাস্টিকের থালা-বাটিতে খাবর বিক্রি করলেই জরিমানা দিতে হবে খাবারের দোকান বা রেস্তোরাঁকে। এমনই জানিয়ে দিয়েছে 'ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া।' প্রতিষ্ঠানের তরফে এই বিষয়ে ফুড বিজনেস অপরেটরদের জানিয়ে দেওয়া হয়েছে। 'ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'-র তরফে জানানো হয়েছে প্লাস্টিক বা কাগজ থেকে রাসায়নিক বিষক্রিয়ার ফলেই এই নির্দেশ জারি করা হচ্ছে।

এবার থেকে বিক্রেতাদের সঙ্গে ক্রেতাদেরও সতর্ক থাকতে হবে। কোনও দোকানে যদি কাগজের ঠোঙা ও প্লাস্টিকের প্যাকেটে খাবার পরিবেশিত হয় , তাহলে সেদিক থেকে নিজেকে সতর্ক রাখতে হবে। আগামী জুলাই মাস থেকেই কার্যকরী হতে চলেছে এই জরিমানার নিয়ম।

English summary
Soon, eateries will be fined if found wrapping food products using newspaper, recycled plastic.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X