For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌‌শীঘ্রই করোনা রাজধানীতে পরিণত হবে দিল্লি, পদক্ষেপ না করায় আপ সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের

‌‌শীঘ্রই করোনা রাজধানীতে পরিণত হবে দিল্লি

Google Oneindia Bengali News

রাজধানীর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি দেখে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি হাকোর্ট। বৃহস্পতিবার হাকোর্টের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করে জানানো হয়েছে যে হাইকোর্টের পর্যবেক্ষণে দিল্লি শহর ক্রমে '‌দেশের করোনা রাজধানী’‌তে পরিণত হতে চলেছে। প্রসঙ্গত গত দু’‌সপ্তাহ ধরে দিল্লিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এ নিয়ে দিল্লি সরকারকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে হাইকোর্টের কাছে।

‌‌শীঘ্রই করোনা রাজধানীতে পরিণত হবে দিল্লি, পদক্ষেপ না করায় আপ সরকারকে ভর্ৎসনা হাইকোর্টের


বিচারপতি হিমা কোহলি ও সুব্রহ্মণ্যম প্রসাদের বেঞ্চ জানান যে দিল্লি সরকার এই মহামারিতে একেবারে বিশৃঙ্খল হয়ে পড়েছে। বিচারপতির বেঞ্চ এও জানিয়েছেন যে দিল্লিবাসীর স্বাস্থ্য নিয়ে আপ সরকার খেলা করছে এবং এটা আলাদাভাবে মোকাবিলা করা প্রয়োজন। হাইকোর্ট এও জানায় যে করোনা টেস্টে শীর্ষে রয়েছে রাজধানী সহ বহু দাবি করে এসেছে দিল্লি সরকার কিন্তু করোনা সংক্রমণের সংখ্যাই আসল সত্য বলে দিচ্ছে।

হাইকোর্টে বিচারপতির বেঞ্চ বলেন, '‌এই শহর খুব শীঘ্রই দেশের করোনা রাজধানীতে পরিণত হবে। যেভাবে সংখ্যা বাড়ছে তার জন্য সরকারকে ধন্যবাদ। আমাদের এটা খুব গুরুতর বিষয় হিসাবে ভাবতে হবে।’‌ প্রসঙ্গত, উত্তর দিল্লি পৌর নিগমের অন্তর্গত নিয়োজিত চিকিৎসক, প্যারামেডিক্যাল কর্মী, সাফাই কর্মী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং অন্যান্যদের বেতন না দেওয়ার বিষয়ে একগুচ্ছ আবেদন জমা পড়ে, তার শুনানির সময় হাইকোর্ট এই মন্তব্য করে।

গত দু’‌সপ্তাহ ধরে প্রায় নিয়মিতভাবে রাজধানীতে দৈনিক সংক্রমণের নতুন নজির সৃষ্টি হয়েছে। প্রতিদিনই পাঁচ হাজারের ওপর আক্রান্তের খোঁজ মিলছে এখানে। চলতি সপ্তাহে তা লাফ দিয়ে সাত হাজারে পৌঁছে যায়। মার্চ মাসে করোনা ভাইরাস ধরা পড়ার পর এই প্রথমবার বুধবার দৈনিক সংক্রমণ রেকর্ড গড়েছে দিল্লিতে। এদিন স্বাস্থ্য মন্ত্রকের রেকর্ড অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৬,৮৪২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছে।

ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর ডবল ইঞ্জিনের গতিতে ছুটবে বিহারের এনডিএ সরকার, শেষ পর্বের ভোটের আগে চিঠি লিখে বার্তা মোদীর

English summary
soon delhi become a coronavirus capital of india said delhi highcourt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X