For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনু সুদকে 'মহাত্মা' বলে কটাক্ষ শিবসেনার! কেন গোঁসার সুর ঠাকরে শিবিরের

সোনু সুদকে 'মহাত্মা' বলে কটাক্ষ শিবসেনার! কোন অভিযোগ ঠাকরে শিবিরের

  • |
Google Oneindia Bengali News

সোনু সুদ এই মুহূর্তে বলিউড অভিনেতা থেকে সাধারণ মানুষের কাছে 'রিয়েল হিরো'র তকমা পেয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদের নিজের ঘরে পাঠানোর যে বন্দোবস্ত সোনু সুদ করেছেন, তা গোটা দেশের কুর্নিশ কুড়িয়েছে। তবে শিবসেনার সমালোচনা থেকে মুক্তি পেলেন না সোনু সুদ।

শিবসেনার দাবি

শিবসেনার দাবি

মহারাষ্ট্রের মসনদে এখন শিবসেনার অধিনস্ত সরকার। তবে সেরাজ্যে পরিযায়ী শ্রমিক সমস্যা দূর করতে ব্যর্থ হয়েছে শিবসেনা। একই সঙ্গে লাখে লাখে পরিযায়ীরা যেমন পথ চলা শুরু করেছিলেন, তেমনই তাল মিলিয়ে বেড়েছে সেখানের করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, সোনু সুদ সেই পরিযায়ী শ্রমিক সমস্যা সমাধানে এগিয়ে আসাতে , তা খুব একটা পছন্দ হচ্ছে না ঠাকরে ক্যাম্পের।

 'মহাত্মা'কটাক্ষ

'মহাত্মা'কটাক্ষ

সোনু সুদকে 'মুম্বইয়ের সেলেব্রিটি ম্যানেজার' বলে কটাক্ষ দিয়ে শিবসেনার মুখপাত্র 'সামনা' তে সম্পাদকীয় শুরু করেছেন সঞ্জয় রাউত। তিনি তাঁর সম্পাদকীয়তে লেখেন যে আচমকাই সোনু সুদ ' মহাত্মা সুদ' হিসাবে নিজেকে তুলে ধরতে চাইছেন।

সোনু প্রসঙ্গে বিজেপিকে খোঁচা

সোনু প্রসঙ্গে বিজেপিকে খোঁচা

সঞ্জয় রাউতের দাবি, সোনু সুদ খুব শিগিগিরই নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে নিজেকে মুম্বইয়ের ম্যানেজার ঘোষণা করবেন। মূলত, শিবসেনার দাবি সোনু এভাবে পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠিয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারের সূচনা করতে চাইছেন। সোনু যেভাবে দিনের পর দিন মানুষের জনপ্রিয়তা কুড়োচ্ছেন, তা খুব একটা ভালো ভাবে নিচ্ছে না শিবসেনা। যেখানে মহারাষ্ট্রের প্রবল করোনা আক্রমণ ঠেকাতে শিবসেনা সরকার বারবার সামোলচিত ,সেখানে সোনুর জনপ্রিয়তা ও মহারাষ্ট্রের রাজ্যপালের থেকে সোনুর প্রশংসা আসা বিষয়টিকে মানতে পারছেনা শিবসেনা।

 প্রশংসিত সোনু

প্রশংসিত সোনু

এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দর সিং রাওয়াত সোনু প্রশংসায় পঞ্চমুখ। যেভাবে বহু জায়গায় আকে পড়া মানুষকে সোনু ঘরে ফেরাচ্ছেন ও ১৭৩ জন উত্তরাখণ্ডের মানুষকে গতকাল তিনি দেরাদুনে বিশে চার্টার্ড বিমানে পৌঁছে দিয়েছেন, তাতে সোনুর প্রশংসায় পঞ্চমুখ সরকার।

মমতায় অনুপ্রাণিত বিধায়ক তৃণমূল না ছেড়েই 'নতুন দল’ গড়লেন, বড় পদক্ষেপ রাজ্য-রাজনীতিতেমমতায় অনুপ্রাণিত বিধায়ক তৃণমূল না ছেড়েই 'নতুন দল’ গড়লেন, বড় পদক্ষেপ রাজ্য-রাজনীতিতে

English summary
Sonu Sood criticised by Shivsena, know what Samna editorial has to say
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X