For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লির দাঙ্গার প্রেক্ষাপট খতিয়ে দেখতে কংগ্রেস অভ্যন্তরে তদন্ত কমিটি গঠন সোনিয়ার

গত তিনদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হওয়ার পর এদিন কিছুটা শান্ত উত্তর-পূর্ব দিল্লি। গোটা এলাকায় টহল দিচ্ছে দিল্লি পুলিশ ও আধাসেনার বিশেষ বাহিনী। অন্যদিকে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪২-র কোটায় পৌঁছেছে।

  • |
Google Oneindia Bengali News

গত তিনদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হওয়ার পর এদিন কিছুটা শান্ত উত্তর-পূর্ব দিল্লি। গোটা এলাকায় টহল দিচ্ছে দিল্লি পুলিশ ও আধাসেনার বিশেষ বাহিনী। অন্যদিকে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৪২-র কোটায় পৌঁছেছে। আহত তিনশোরও বেশি।

পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি কংগ্রেসের

পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি কংগ্রেসের

এমতাবস্থায় দাঁড়িয়ে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গা-আক্রান্ত অঞ্চল পরিদর্শন করে আসল সত্য তুলে ধরার জন্য একটি পাঁচ সদস্যের দল গঠন করেছেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। সূত্রের খবর, এই প্রতিনিধি দলের মধ্যে থাকছেন মুকুল ওয়াসনিক, তারিক আনোয়ার, সুস্মিতা দেব, শক্তিসিংহ গোহিল এবং কুমারী সেলজা।

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর সোনিয়াকে রিপোর্ট

ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর সোনিয়াকে রিপোর্ট

কংগ্রেসের এই প্রতিনিদি দল আগামী কয়েকদিন এই ক্ষতিগ্রস্ত অঞ্চল গুলি পরিদর্শন করে সোনিয়া গান্ধীকে একটি বিশদ রিপোর্ট জমা দেবেন বলেও জানা গেছে। ইতিমধ্যে দিল্লির দাঙ্গা রুখতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রের কড়া সমালোচনা করেছে কংগ্রেস।

স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের

পাশাপাশি এই বিষয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে দেখা করতে যান কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। এদিন কংগ্রেস নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন বলে খবর। ওই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন রাজ্যসভায় বিরোধী দল নেতা গোলাম নবী আজাদ, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, দলীয় নেতা আহমেদ প্যাটেল এবং কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা।

English summary
Sonia formed a fact-finding committee inside their party on Delhi chaos investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X