For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশ্নের মুখে সোনিয়া-রাহুলের নেতৃত্ব! দলের খোলনলচে বদলের দাবিতে সরব ২৩ কংগ্রেস নেতা

দলের অভ্যন্তরে গান্ধী পরিবারের একাধিপত্য নিয়ে সরব ২৩ কংগ্রেস নেতা

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই মনমোহন শাসনকালের ভুল ক্রুটি নিয়ে দলের অভ্যন্তরেই আড়াআড়ি বিভাজন দেখি গিয়েছিল কংগ্রেসের নবীন ও প্রবীণ ব্রিগেডের মধ্যে। একইসাথে দলের সর্বভারতীয় পদের সভাপতির দায়িত্ব নিয়েও সুর চড়াতে দেখা যায় কংগ্রেস নেতা শশী থারুরকে। এমতাবস্থায় কংগ্রেসের খোলনলচে বদলের দাবি তুলে শোনিয়া গান্ধীকে চিঠি দিতে দেখা গেল ২৩ জন কংগ্রেস নেতাকে।

দ্বন্দ্ব দলের সভাপতিত্ব নিয়ে

দ্বন্দ্ব দলের সভাপতিত্ব নিয়ে

ক্রমান্বয়ে কংগ্রেসের জনভিত্তি হ্রাস ও দলের প্রতি যুবসমাজের আস্থাহীনতা অন্যতম উদ্বেগের বিষয় বলেও এদিনের চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে খবর। এদিকে এদিকে দলের সভানেত্রীর পদে থাকতে চান না সনিয়া গান্ধী। অন্যদিকে, রাহুলও দলের প্রধান হতে নারাজ। যার নিয়ে ক্রমেই দ্বন্দ্ব বাড়ছিল দলের মধ্যেই।

রফাসূত্র খুঁজে পেতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

রফাসূত্র খুঁজে পেতে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি

সূত্রের খবর, সদ্য লেখা চিঠিতে বর্তমানে দলের এই সিদ্ধান্তহীনতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেই সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতারা। এই প্রসঙ্গে সংগঠনের উপর থেকে নীচ পর্যন্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। সূত্রের খবর, বিষয়েই আলোচনা করতে আগামীকাল বৈঠকে বসছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।

মূলত কারা রয়েছেন এই ২৩ জন বিক্ষুব্ধ নেতার তালিকায় ?

মূলত কারা রয়েছেন এই ২৩ জন বিক্ষুব্ধ নেতার তালিকায় ?

এদিকে যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে পাঁচ প্রাক্তন মুখ্যমন্ত্রী, একাধিক কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য, বর্তমান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ ছাড়াও রয়েছেন একাধিক পরিচিত মুখ। ওয়াকিবহাল মহলের ধারমা বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের একটা অংশ চান, ফের সভাপতির পদ নিন রাহুল গান্ধী। অন্য অংশ আবার সনিয়ার উপরেই আস্থা রাখছেন। এই ডামাডোল মেটাতেই আগামীকাল বৈঠকে বসছে ওয়ার্কিং কমিটি।

 যুব কংগ্রেসে রহুলের ভূমিকা নিয়ে প্রশ্ন

যুব কংগ্রেসে রহুলের ভূমিকা নিয়ে প্রশ্ন

সূত্রের খবর, চিঠিতে কংগ্রেস নেতারা বিজেপির দুর্দান্ত উত্থানের কথা উল্লেখ করে স্বীকার করে নিয়েছেন, দেশবাসী এখন নিরপেক্ষভাবে নরেন্দ্র মোদীর পক্ষে ভোট দিচ্ছে। এই অবস্থায় দলের পুনরুত্থানের জন্য 'পূর্ণ সময়ের এবং কার্যকরী নেতৃত্বের' দাবি জানিয়েছেন ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতা। একইসাথে রাহুলের তত্ত্বাবধানে যুব কংগ্রেস এবং এনএসইউআই অর্থাৎ ছাত্র শাখায় নির্বাচনের কড়া সমালোচনাও করা হয়েছে বলে খবর।

মুকুল-দিলীপের নতুন প্রতিদ্বন্দ্বী হাজির বিজেপিতে! একুশে 'অন্দরে'র লড়াই হবে ত্রিমুখীমুকুল-দিলীপের নতুন প্রতিদ্বন্দ্বী হাজির বিজেপিতে! একুশে 'অন্দরে'র লড়াই হবে ত্রিমুখী

English summary
sonia rahul leadership in the face of questions within the party 23 congress leaders are vocal in demanding change in congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X