For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া ও রাহুল গান্ধীর একটা বিরতি নেওয়া উচিত: পাঞ্জাবের কংগ্রেস নেতা

Google Oneindia Bengali News

সোনিয়া ও রাহুল গান্ধীর একটা বিরতি নেওয়া উচিত: পাঞ্জাবের কংগ্রেস নেতা
নয়াদিল্লি, ২ অগস্ট: সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী যদি ২ বছরের বিরতি নেন কংগ্রেস থেকে, তাহলে কোনও ক্ষতি নেই, বরং লাভ হবে কংগ্রেসেরই। প্রাক্তন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য জগমিত সিং ব্রার এই মন্তব্য করে ফের কংগ্রেস সভানেত্রী ও সহসভাপতিকে বিড়াম্বনায় ফেললেন।

শুক্রবার ব্রার বলেন, সম্প্রতি লোকসভা নির্বাচনে যেভাবে হেরেছে কংগ্রেস তাতে এআইসিসি বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সমস্ত সাধারণ সম্পাদকেরই উচিত পদত্যাগ করা। দলের দায়িত্ব নয়া নেতাদের হাতে তুলে দেওয়ার সময় এসে গিয়েছে।

জগমিত সিং ব্রারই প্রথন কংগ্রেস নেতা যিনি স্বল্পকালীন সময়ের জন্য হলেও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্ব ছেড়ে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছেন।

ব্রারের ব্যাখ্যা, তিনি যা বলছেন দলের স্বার্থেই বলছেন। কংগ্রেস নেতা হওয়ার সুবাদে দীর্ঘদিন তিনি দলে সময় দিয়েছেন। এবং তিনি বিশ্বাস করেন, একটা ছোট বিরতির পরই আবার স্বমহিমায় ফিরে আসার ক্ষমতা রাখে গান্ধী পরিবারের সদস্যরা। খুব বেশি সময় নয়, এক-দুবছরের বিরতিই যথেষ্ট বলে মনে করেন তিনি। সেই সময়ের জন্য গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের কোনও যোগ্য নেতার হাতে তুলে দেওয়া যেতে পারে দলের দায়িত্বভার।

এদিকে দলের এই ভগ্নদশার জন্য নেতৃত্বের উপদেষ্টা মহলের দিকেও সমালোচনার আঙুল তুলেছেন তিনি। তিনি জানিয়েছেন, এই উপদেষ্টারাই যারা দলের কর্মীদের দলের নেতৃত্বের কাছে নিজের কথা তুলে ধরতে বাধা দেয় তাদের অবিলম্বে দল থেকে বের করে দেওয়া উচিত।

একইসঙ্গে ব্রারের বক্তব্য, লোকসভা নির্বাচনে যে কুৎসিত হার হয়েছে, "তাতে কোনও নির্দিষ্ট এক ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দায়ী করা যায় না। এক্ষেত্রে আমিও সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর উপর হারের সব দায় চাপাতে চাইছি না। দলটা সম্মিলিত দায়-দায়িত্ব নিয়েই গড়ে ওঠে। সবাইকে দায় ও দায়িত্ব নিতে হবে। আমি শুধু বলতে চাই কোনও একজন ব্যক্তি যদি এতবছর ধরে দলের সভাপতি থাকেন তাহলে ২ বছরের একটা ছোট ছুটি নেওয়াতে তো ক্ষতি নেই। সেটা দলের নেতৃত্বকে বুঝতে হবে।"

English summary
Sonia, Rahul Gandhi Should Take Break, Says Congressman From Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X