For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের রাজ্য ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী

কংগ্রেসের রাজ্য ইনচার্জদের সঙ্গে বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী

  • |
Google Oneindia Bengali News

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পাঁচরাজ্যে ভোটে-ভরাডুবি নিয়ে আলোচনা করার জন্য ২৬ শে মার্চ দলের সাধারণ সম্পাদক এবং রাজ্যের ইনচার্জদের সঙ্গে বৈঠক বসবেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর দলীয় কার্যালয়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। কংগ্রেস সূত্রেই জানা গিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এবং ইনচার্জরা এই বৈঠকে উপস্থিত থাকবেন যার সভাপতিত্ব করবেন দলের সংগঠন সাধারণ সম্পাদককে সি ভেনুগোপাল।

কী নিয়ে বৈঠক?

কী নিয়ে বৈঠক?

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মূলত কংগ্রেসের অভ্যন্তরের অন্তর্দ্বন্দ মেটাতেই এই বৈঠক! ২৬ এর বৈঠকে আলোচনার মধ্যে অন্যতম প্রধান ইস্যু হতে হতে চলেছে কংগ্রেসের সাংগঠনিক রদবদল৷ বিশেষ সদস্যপদ, সাংগঠনিক নির্বাচন এবং আন্দোলনমূলক কর্মসূচির পরিকল্পনা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে! কংগ্রেস পার্টির বিক্ষুব্ধ জি-২৩ নেতারা পার্টিতে সাংগঠনিক নির্বাচন সহ অভ্যন্তরীণ সংস্কারের জন্য সওয়াল করছেন৷ যদিও সোনিয়া জানিয়ে দিয়েছেন দলের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কোনওরকম রদবদল নয়!

জি-২৩ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন সোনিয়া!

জি-২৩ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন সোনিয়া!

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে, সোনিয়া গান্ধী জি-২৩-র বিক্ষুব্ধ কংগ্রেস নেতা আনন্দ শর্মা, মণীশ তেওয়ারি এবং বিবেক তানখার সঙ্গে নয়াদিল্লিতে নিজের বাসভবনে দেখা করেন। সদ্য সমাপ্ত বিধানসভায় পাঁচটি রাজ্যে কংগ্রেসের ভোটে পরাজয়ের পরে দলের মধ্যে তৈরি হওয়া বিভেদ সরাতেই এই বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে এই বৈঠকে কংগ্রেসের প্রবীন ও গুরুত্বপূর্ণ নেতারা দলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্মিলিত নেতৃত্বের অভাবের বিষয়টিকে তুলে ধরেছেন। একই সঙ্গে জি-২৩ নেতারা কংগ্রেসে সাংগঠনিক পরিবর্তনের জন্যও চাপ দিচ্ছেন। এ বিষয়ে কংগ্রেস সুপ্রিমো বলেছেন অগাস্ট-সেপ্টেম্বরে দলের সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পরে সাংগঠনিক রদবদলের ব্যাপারে ভাবা হবে৷

কী বলছেন সোনিয়া!

কী বলছেন সোনিয়া!

জানা গিয়েছে জি-২৩ নেতাদের সোনিয়া বলেছেন, 'অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে দলের সভাপতি নির্বাচন শেষ হবে। আমি আপাতত সেটির উপর ফোকাস করতে চাই৷ আপনারাও সেদিকেই ফোকাস করুন। এই সময়ের মধ্যে আমি প্রয়োজনীয় পরিবর্তন গুলি সিদ্ধান্ত নিতে পারব।' তবে সোনিয়া যাই বলে থাকুন না কেন। ভোটে ভরাডুবির দায় নিয়ে রাহুল, প্রিয়ঙ্কা, সোনিয়াদের পদ থেকে সরে না যাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনমি কপিল সিবাল। তিনি কংগ্রেসকে 'পরিবার কংগ্রেস' বলেও কটাক্ষ করেছেন।

দেওয়া যাবে না আগাম শুনারির তারিখ! হিজাব বিতর্কে সংবেদনশীল না হতে পরামর্শ সুপ্রিম কোর্টের দেওয়া যাবে না আগাম শুনারির তারিখ! হিজাব বিতর্কে সংবেদনশীল না হতে পরামর্শ সুপ্রিম কোর্টের

English summary
Sonia Gandhi will meet with the state in-charges of the Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X