বিক্ষুব্ধ ২৩ জন কংগ্রেস নেতার সঙ্গে এই সপ্তাহেই বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী
বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, সোনিয়া গান্ধী ১৯ ও ২০ ডিসেম্বর একগুচ্ছ বৈঠকের আয়োজন করেছেন, যেখানে কংগ্রেস নেতাদের সঙ্গে দল সংক্রান্ত মূল বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে সংসদে শীতকালীন অধিবেশন সরকারের আহ্বান না করার বিষয়ে দলীয় কৌশল অন্তর্ভুক্ত, জোট চূড়ান্ত করা এবং অসম, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ এইসব রাজ্যগুলিতে ভোটগ্রহণের কৌশল, কৃষক আন্দোলন এবং সাংগঠনিক নির্বাচন সহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে।

সপ্তাহান্তে এই আলোচনা চলাকালীন কংগ্রেস সুপ্রিমো দেখা করবেন ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের সঙ্গেও, যা জি২৩ বা গ্রুপ অফ ২৩ হিসাবে পরিচিত। উপযুক্ত নেতৃত্বের অভাব এবং বিভিন্ন সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরে সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের ২৩ জন শীর্ষস্থানীয় নেতা। এঁদের মধ্যে রয়েছেন রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ এবং উচ্চকক্ষের দলের ডেপুটি নেতা আনন্দ শর্মা। শোনা যাচ্ছে যে দলের নতুন সভাপতি পদের জন্য জানুয়ারিতে এআইসিসি সেশন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কারণে দলীয় নেতৃত্বরা আলোচনা ও পরিকল্পনা করবেন। সূত্রের খবর, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের মধ্যস্থতায় এই বৈঠক হচ্ছে।
কমলনাথ, যাঁর অত্যন্ত অপ্রিয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বেশ কিছু বিধায়ককে নিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়, মধ্যপ্রদেশ সরকারের ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যান, তিনিও কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করবেন এবং সদ্য সমাপ্ত উপ নির্বাচন নিয়ে আলোচনা করবেন, কংগ্রেস যেখানে নিজের অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছিল।
করোনা ভাইরাস মহামারির প্রকোপের পর এই প্রথমবার সোনিয়া গান্ধী মুখোমুখি বৈঠকে বসবেন কংগ্রেস নেতাদের সঙ্গে। এর আগে তিনি ভার্চুয়াল বৈঠক করছিলেন এতদিন ধরে। এমনকী ভার্চুয়াল বৈঠকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি বৈঠকও করেন ২৩ জন বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের নিয়ে, যাঁরা দলীয় নেতৃত্বের বদল ও সামগ্রিকভাবে দলের সাংগঠনিক সমসার কথা তুলে ধরে চিঠি দিয়েছিলেন অগাস্টে।
জিতেন্দ্রকে বিদ্রোহী করেছে কে? আঙুল উঠছে বিজেপি সাংসদের দিকে, কী জবাব দিলেন বাবুল