For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডির তলবে হাজিরা সোনিয়ার! রাস্তায় নেমে বিক্ষোভ কংগ্রেসের

ন্যাশনাল হেরল্ড (National Herald) মামলায় এদিন ইডির (ED) সামনে হাজিরা দেবেন কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এর আগে এই একই মামলায় ইডির সামনে হাজিরা দিয়েছিলেন রাহুল গান্ধী। কোভিড সংক্রান্ত অ

  • |
Google Oneindia Bengali News

ন্যাশনাল হেরল্ড (National Herald) মামলায় এদিন ইডির (ED) সামনে হাজিরা দেবেন কংগ্রেস (Congress) সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। এর আগে এই একই মামলায় ইডির সামনে হাজিরা দিয়েছিলেন রাহুল গান্ধী। কোভিড সংক্রান্ত অসুস্থতার কারণে সোনিয়া গান্ধী হাজিরা দিতে পারেননি। তিনি সমন পিছিয়ে দিতে লিখিত অনুরোধ করেছিলেন।

 এই প্রথম কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ

এই প্রথম কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ

জানা গিয়েছে সকাল ১১ টা নাগাদ সোনিয়া গান্ধী ইডির অফিসের উদ্দেশে রওনা দেবেন। এই প্রথম কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে।

রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ

রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ

এই একই মামলায় এর আগে রাহুল গান্ধীকে ৫ দিনে ৫০ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে ইডি। শেষবার জিজ্ঞাসাবাদ থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, ইডি কিংবা এই ধরনের সংস্থাগুলো তাঁকে প্রভাবিত করে না। তিনি আরও বলেছিলেন, যেসব অফিসার জিজ্ঞাসাবাদে যুক্ত তাঁরাও বুঝে গিয়েছেন, কংগ্রেসের কোনও নেতাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না।

কংগ্রেসের প্রতিবাদ পরিকল্পনা

কংগ্রেসের প্রতিবাদ পরিকল্পনা

এদিকে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে ইডির জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের পরিকল্পনা করেছেন কংগ্রেসের নেতাকর্মীরা। সরকার বিরোধী নেতাদের টার্গেট করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করছে বলেঅভিযোগ কংগ্রেসের। জানা গিয়েছে, কংগ্রেসের বিভিন্ন রাজ্য ইউনিট এব্যাপারে বিক্ষোভের পরিকল্পনা করেছে।
দিল্লিতে কংগ্রেস কর্মীরা আকবর রোডে কংগ্রেসের সদর দফতরে মিলিত হবেন। সেখান থেকে তারা সোনিয়া গান্ধীর সঙ্গে ইডি অফিসের দিকে যাবেন। সেখানে থাকবেন অশোক গেহলট এবং দলের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি সেলের চেয়ারম্যান পবন খেরা।

কংগ্রেসের বৈঠক

বৃহস্পতিবারের রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা এবং তা চূড়ান্ত করতে বুধবার রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খারগের বাড়িতে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এব্যাপারের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটজানিয়েছেন, বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতারা বিরোধী কণ্ঠ দমনের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন। সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ঐক্যবদ্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ন্যাশনাল হেরল্ড মামলা

ন্যাশনাল হেরল্ড মামলা

২০১২ সালে তৎকালীন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী ন্যাশনাল হেরল্ড নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেড অধিগ্রহণে ইয়ং ইন্ডিয়ান লিমিটেডের পদক্ষেপে প্রতারণ ও বিস্বাস ভঙ্গের অভিযোগ করেছিলেন তিনি। বড় অঙ্কের টাকা তছরুপের অভিযোগ তুলেছিলেন তিনি। ২০১৪ সালে ইডি এই মামলায় কোনও অর্থ পাচার হয়েছে কিনা তার তদন্ত শুরু করে। এরপর ২০১৫-র ১৮ সেপ্টেম্বর ইডি ন্যাশনাল হেরল্ড মামলা ফের শুরু করে। প্রহঙ্গত ১৯৩৮ সালে জওহরলাল নেহরু এবং অন্য স্বাধীনতা সংগ্রামীরা ন্যাশনাল হেরল্ডের প্রতিষ্ঠা করেছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগণনা: দ্রৌপদী না যশবন্ত, জয়ী কে? বিকেলের মধ্যে ফলাফল, শপথ ২৫ জুলাইরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগণনা: দ্রৌপদী না যশবন্ত, জয়ী কে? বিকেলের মধ্যে ফলাফল, শপথ ২৫ জুলাই

English summary
Sonia Gandhi to appear before ED in National Herald case and Congress to go for protest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X