For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের প্রতি মোদীর অন্যায়, রাহুলের ট্রাক্টর ব়্যালির আগে কেন্দ্রকে আক্রমণ সোনিয়া গান্ধীর

Google Oneindia Bengali News

নতুন কৃষি আইন নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে অন্যায় করছেন। পাশাপাশি তিনি বলেন, কংগ্রেস সব সময় কৃষকদের সঙ্গে রয়েছে। নতুন এই আইনের বিরোধিতা করা হবে বলেও বলেন তিনি।

এই সরকার কোনও রকম আলোচনা ছাড়াই বিল পাশ করছে

এই সরকার কোনও রকম আলোচনা ছাড়াই বিল পাশ করছে

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে নতুন কৃষি আইনকে আক্রমণ করে গান্ধীজি ও লাল বাহাদুর শাস্ত্রীর প্রসঙ্গ টানেন কংগ্রেস সভানেত্রী। গান্ধীজি বলেছিলেন, গ্রামেই ভারতের আত্মা বাস করে। আর শাস্ত্রী বলেছিলেন, জয় জওয়ান, জয় কিষাণ। গান্ধীজি ও শাস্ত্রীর বক্তব্য টেনে সোনিয়া বলেন, 'কংগ্রেস সরকারের আমলে কোনও বিল এভাবে পাশ হয়নি। কিন্তু এই সরকার কোনও রকম আলোচনা ছাড়াই বিল পাশ করছে।'

মোদী সরকারকে আক্রমণ সোনিয়ার

মোদী সরকারকে আক্রমণ সোনিয়ার

মোদী সরকারকে আক্রমণ করে তিনি বলেন, 'এই প্যানডেমিক পরিস্থিতিতে কৃষকদের জনই গরিব মানুষেরা রেশন পাচ্ছেন। কিন্তু এই সরকার হোর্ডারদের তুলে ধরতে চায়। আর কৃষকদের তাদের নিজেদের জমিতেই শ্রমিক বানাতে চায়।' ইতিমধ্যেই নতুন কৃষি আইনের বিরোধিতা করে দেশের নানান প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা।

রাহুল গান্ধী পাঞ্জাবে ট্রাক্টর ব়্যালি করতে চলেছেন

রাহুল গান্ধী পাঞ্জাবে ট্রাক্টর ব়্যালি করতে চলেছেন

এদিকে আগামীকাল থেকে ৫ অক্টোবর পর্যন্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাঞ্জাবে ট্রাক্টর ব়্যালি করতে চলেছেন। পাঞ্জাবের সমস্ত মন্ত্রী, কংগ্রেস বিধায়করা ব়্যালিতে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াত চণ্ডীগড়ে সভা করেছেন। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই কিষাণ যাত্রার লক্ষ্য কৃষি আইনের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কেন্দ্রীয় সরকারের "কৃষক বিরোধী" চেহারা তুলে ধরা।

English summary
Sonia Gandhi snubs Narendra Modi Gov for Farm Laws as Rahul gandhi and Congress prepares for rally in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X