For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাত্মা গান্ধীর ধারনাকে নাড়িয়ে দিয়েছে গত ৫ বছরের ভারত! আক্রমণ সনিয়ার

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকীতে মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধী। রাজঘাটে হওয়া অনুষ্ঠানে তিনি বলেন, গত পাঁচ বছরের ভারত মহাত্মা গান্ধীর ধারনাকে নাড়িয়ে দিয়েছে।

মহাত্মা গান্ধীর ধারনাকে নাড়িয়ে দিয়েছে গত ৫ বছরের ভারত! আক্রমণ সনিয়ার

এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করে কংগ্রেস কর্মীরা রাজঘাটে যান। সেখানেই পরে ভাষণ দেন কংগ্রেসের অন্তবর্তী সভাপতি। তিনি বলেন, ভারতের ভিত্তিতে রয়েছে গান্ধীর নীতি। কিকন্তু গত পাঁচ বছরে ভারতে আমরা যা দেখেছি, তা গান্ধীর ধারনাতে নাড়িয়ে দিয়েছে।

সনিয়া গান্ধী বলেন, মহাত্মা গান্ধীর নাম মুখে আনা খুব সহজ। কিন্তু তাঁর পথ অনুসরণ করাটা খুবই কঠিন। বিজেপি এবং আরএসএস-এর নাম না করে তিনি বলেন, যাঁরা তাঁর(গান্ধীজি) নাম ব্যবহার করছেন, কিন্তু শিক্ষা থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন, তারা সফল হবেন না। তিনি আরও বলেন, কিছু মানুষ যাঁরা আরএসএসকে ভারতের সিম্বল করতে চাইছেন এবং মহাত্মা গান্ধীকে পাশে সরিয়ে দিতে চাইছেন। যাঁরা হাতে চরম ক্ষমতা পেতে চাইছেন, তাঁরা কখনই গান্ধীজিকে বুঝতে পারবেন না।

অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, কংগ্রেস কীভাবে মহাত্মা গান্ধীর নীতি ও আদর্শ অনুসরণ করেছে, আর ভারতকে জাতির জনকের দেখানো পথে নিয়ে চলেছিল বলে জানান সনিয়া। কংগ্রেস সেই পথেই চলবে বলে দাবি করেন সনিয়া। তিনি দাবি করেন, আগেকার কংগ্রেস সরকার চাকরির সুযোগ তৈরি করেছিল।

সনিয়া গান্ধী বিজেপি নেতা স্বামী চিন্ময়ানন্দ এবং কুলদীপ সিং সাগরের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ উল্লেথ করে বলেন, আজ মহিলারা নিরাপদ নন। যারা ক্ষমতাবান এবং অপরাধন করছেন, তারাই স্বাচ্ছন্দে রয়েছেন।

মহাত্মা গান্ধী সম্পর্কে অজানা কিছু তথ্যে চোখ বুলিয়ে নিন মহাত্মা গান্ধী সম্পর্কে অজানা কিছু তথ্যে চোখ বুলিয়ে নিন

English summary
Congress interim chief Sonia Gandhi launches an attack on the Modi government on Mahatma Gandhi's birth anniversary. She hit out at BJP and RSS.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X