For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিন-ভারত সংঘাত থেকে করোনা পরিস্থিতিতে 'সরকারি অব্যবস্থা'কে দায়ী করে ফের সুর চড়ালেন সোনিয়া গান্ধী

চিন-ভারত সংঘাতে 'সরকারি অব্যবস্থা'কে দায়ী করে ফের সুর চড়ালেন সোনিয়া

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস পরিস্থিতি, লাদাখে চিন- ভারত সংঘাত , অর্থনৈতিক দুরবস্থা সমস্ত কিছুর জন্যই সরকারী অব্যবস্থা দায়ী। এভাবেই মোদী সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু করেন সভানেত্রী সোনিয়া গান্ধী।

 আলোচনা চক্রে কী কী বিষয় থাকছে?

আলোচনা চক্রে কী কী বিষয় থাকছে?

এদিন কংগ্রেসের বৈঠকে থাকছে একাধিক আলোচনার বিষয়। কংগ্রেসের সভায় এদিন বড়ভাবে স্থান পেয়েছে লাদাখে ইন্দো চিন সংঘাত। এছাড়াও করোনা পরিস্থিতি নিয়েও এদিন কংগ্রেসের সভায় ঝড় উঠবে বলে মনে করা হচ্ছে।

 লাদাখে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ

লাদাখে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ

এদিন লাদাখে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে কংগ্রেসের সভা শুরু হয়। এর আগে টুইটারে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ জানান কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত সমস্ত সদস্য শহিদদের প্রতি ২ মিনিট নীরাবতা পালন করেন ।

সোনিয়ার বার্তা

সোনিয়ার বার্তা

এদিন বৈঠক শুরুর আগে সোনিয়া গান্ধীর বক্তব্য তুলে ধরে রণদীপ সিং সুরজেওয়ালা জানান, আগামীতে কী হবে জানা নেই। তবে সঠিক কূটনৈতিক পথে চিন-ভারত সংঘাতের সমাধান হবে বলে আশা কংগ্রেসের। দেশের সীমান্ত রক্ষায় সরকারের সঠিক পদক্ষেপের আশা কংগ্রেস করছে বলে সোনিয়া গান্ধী আশা প্রকাশ করেছেন। একথা জানান সুরজেওয়ালা।

 করোনা নিয়ে তোপ

করোনা নিয়ে তোপ

করোনা নিয়েও মোদী সরকারকে তোপ দাগতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেসের দাবি, সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে বসে রয়েছেন মোদী। আর সমস্যা বাড়লেই তা রাজ্যের ঘাড়ে ঠেলে দিচ্ছেন। অথচ আর্থিক সাহায্যের নামে সেভাবে কোনও কিছুই পাচ্ছে না রাজ্যগুলি।

'২০১৫ সালে ২,২৬৪ জন চিনার ভারতে অনুপ্রবেশ নিয়ে মোদীকে প্রশ্ন করুন', চিদাম্বরমের তোপ নাড্ডাকে '২০১৫ সালে ২,২৬৪ জন চিনার ভারতে অনুপ্রবেশ নিয়ে মোদীকে প্রশ্ন করুন', চিদাম্বরমের তোপ নাড্ডাকে

English summary
Sonia Gandhi keeps up attack against BJP over China face-off in CWC Meet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X