For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে গরিবদের জন্য ভর্তুকি! কোন টাকায় কাজ মোদীকে বললেন সনিয়া

করোনা ভাইরাসে গরিবদের জন্য ভর্তুকি! কোন টাকায় কাজ মোদীকে বললেন সনিয়া

  • |
Google Oneindia Bengali News

নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধী। অর্থনৈতিক মন্দার কারণে যাঁরা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। চিঠিতে সনিয়া গান্ধী বলেছেন এই শিল্পে দেশের প্রায় ৪.৪ কোটি মানুষ জড়িত রয়েছেন। অর্থনৈতিক মন্দা ছাড়াও দেশে লকডাউনের জন্যও তাঁরা ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন তিনি।

বড় আকারের ভর্তুকির দাবি সনিয়ার

বড় আকারের ভর্তুকির দাবি সনিয়ার

প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে বড় আকারে ভর্তুকি দেওয়ার দাবি তুলেছেন তিনি। এব্যাপারে তিনি কানাডার নামও উল্লেখ করেছেন।

আইনেই আছে সাহায্যের উল্লেখ

আইনেই আছে সাহায্যের উল্লেখ

সনিয়া আরও বলেছেন আইনের এই সাহায্যের সংস্থার রাখা আছে। আইনে পরিষ্কার বলা রয়েছে স্টেট ওয়েলফেয়ার বোর্ড এবং ওয়েলফেয়ার ফান্ড তৈরির কথা। চিঠিতে বলেছেন সনিয়া গান্ধী।

ওয়েলফেয়ার সেস পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে

ওয়েলফেয়ার সেস পড়ে রয়েছে কেন্দ্রের ঘরে

সনিয়া গান্ধী বলেছেন, কেন্দ্র ৪৯,৬৬৮ কোটি টাকা ওয়েলফেয়ার সেস হিসেবে তুলেছিল। যার মধ্যে ১৯,৩৭৯ কোটি টাকা খরচ হয়েছে। তবে সরকারের ঘরে রয়েছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। সেই টাকা এইসকল শ্রমিকদের জন্য খরচ করা যেতে পারে বলে জানানো হয়েছে।

 রাহুল ও অধীরের অভিযোগ

রাহুল ও অধীরের অভিযোগ

এর আগে রাহুল গান্ধী এবং লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর অভিযোগ ছিল, সরকার আর্থিকভাবে করোনা ভাইরাস মোকাবিলায় যথেষ্টভাবে আর্থিক ভূমিকা গ্রহণ করেনি।

English summary
Congress President Sonia Gandhi has written to PM Narendra Modi asking for economic relief for workers affected due to Coronavirus scare.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X