For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন করলেন সনিয়া গান্ধী! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা দিলেন কমিয়ে

ফের সভাপতির আসনে বসার পর সংগঠনে বড় পরিবর্তন করলেন সনিয়া গান্ধী। দলের ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের প্রধান প্রবীণ চক্রবর্তীর পদমর্যাদা হ্রাসকরা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের সভাপতির আসনে বসার পর কংগ্রেসের সংগঠনে বড় পরিবর্তন করলেন সনিয়া গান্ধী। দলের ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের প্রধান প্রবীণ চক্রবর্তীর পদমর্যাদা হ্রাস করা হয়েছে। তাঁকে নতুন গঠিত এআইসিসি টেকনোলজি অ্যান্ড ডেটা সেলের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।

দায়িত্ব নিয়েই দলে বড় পরিবর্তন সনিয়ার! দায়িত্বপ্রাপ্ত নেতার পদমর্যাদা কমালেন

একসময়ে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে পরিচিত ছিলেন প্রবীণ চক্রবর্তী। কংগ্রেসে তাঁর উত্থান অনেকের কাছেই জ্বালাপোড়ার কারণ হয়েছিল। কংগ্রেসের একটা বড় অংশের নেতা লোকসভা ভোটের সময় রাহুল গান্ধীকে ইচ্ছাকৃত বিভ্রান্তিকর পথে চালনার অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে।

অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের প্রধান হওয়ার কারণে চক্রবর্তীর একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। তিনি সরাসরি কংগ্রেস প্রধানের কাছেই রিপোর্ট করতেন। কিন্তু পদমর্যাদা কমিয়ে টেকনোলজি এবং ডেটা সেলের চেয়ারম্যান করায়, তাঁকে এখন রিপোর্ট করতে হবে সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের কাছে।

যদিও প্রবীণ চক্রবর্তীর কাজের জায়গাটা একই থাকছে। তবে প্রবীণ চক্রবর্তী কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে তাঁর আসনটি হারাতে পারেন বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেসের অনেকেরই অভিযোগ শক্তি অ্যাপের সাহায্যে প্রবীণ চক্রবর্তী দলের প্রধানের কাছে সদস্য সম্পর্কে ভুয়ো তথ্য দিয়েছিলেন। তিনি নাকি রাহুল গান্ধীকে রাফালে নিয়ে মোদীকে চড়া আক্রমণ করতে বলেছিলেন। যদিও রাফালে নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ মানুষ ভাল ভাবে নেয়নি বলেই জানাচ্ছেন কংগ্রেসের একেবারে নিচুতলার নেতারা। কংগ্রেসে নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট কংগ্রেস সভাপতিকে বলেছিলেন লোকসভা নির্বাচনে ব্যাপক পুনরুত্থান হবে কংগ্রেসের। যদিও নির্বাচনে কংগ্রেস মাত্র ৫২ টি আসন পায়।

English summary
Sonia Gandhi has downgraded Praveen Chakravarty as chairman of AICC technology and Data cell
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X