দেশজুড়ে বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর
কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এই বছর তাঁর ৭৩তম জন্মদিন উদযাপন করবেন বলে জানিয়েছেন। দেশেরে বিভিন্ন জায়গায় বেড়ে চলা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন।

দেশজুড়ে মহিলাদের উপর বেড়ে চলা অত্যাচার ও নারী নিরাপত্তা নিয়েও এদিন বিশেষ উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় তাকে। এদিকে শনিবার উন্নাওয়ের ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার মৃত্যু ঘিরে ফেল উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিকে উন্নাওয়ের নির্যাতিতার পরিবারকে যথাযথ নিরাপত্তা দিতে যোগী সরকার ব্যর্থ হয়েছে বলে গতকাল কটাক্ষ করতে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীকে।
একইসাথে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে প্রশ্ন উঠে যায় সরকারের প্রশাসনিক অব্যবস্থা নিয়েও। পাশাপাশি গত কয়েদিন আগেই হায়দরাদেরবাদের পশু চিকিত্সকের গণধর্ষণ ও নির্মমভাবে পুড়িয়ে মারা পর জনরোষ ক্রমেই বাড়তে থাকে দেশ জুড়ে।
ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের উপর হামলার একাধিক ঘটনায় জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। এমতাবস্থাতেই সোনিয়া গান্ধীর নিজের জন্মদিন পালন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
বিজেপিই চ্যালেঞ্জার! 'বিভীষণে’র যোগদানে বদলেছে 'গেমপ্ল্যান’, 'অ্যাডভান্টেজ’ মমতা