For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলের বেসরকারিকরণ নিয়ে লোকসভায় সরব সোনিয়া, কী জবাব দিলেন রেলমন্ত্রী?

অনেকদিন পর লোকসভায় আক্রমণাত্মক সোনিয়া গান্ধীকে দেখা গেল। মঙ্গলবার লোকসভার িজরো আওয়ারে রেলের বেসরকারিকরণ করতে চায় সরকার, তা নিয়ে তিনি সরব হন।

Google Oneindia Bengali News

অনেকদিন পর লোকসভায় আক্রমণাত্মক সোনিয়া গান্ধীকে দেখা গেল। মঙ্গলবার লোকসভার িজরো আওয়ারে রেলের বেসরকারিকরণ করতে চায় সরকার, তা নিয়ে তিনি সরব হন। রায়বরেলিতে রেলের কোচ তৈরির কারখানার বেসরকারিকরণ করলে সরকার প্রায় ২০০০ কর্মীর জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন সোনিয়া।

রেলের বেসরকারিকরণ নিয়ে লোকসভায় সরব সোনিয়া, কী জবাব দিলেন রেলমন্ত্রী?

তিনি আরও অভিযোগ করেছেন কারখানার সরকারি জমি ন্যূনতম মূল্যে বিক্রি করে দিয়েেছ সরকার। এমনকী সরকার ভারতীয় রেলেরও বেসরকারিকরণ করতে চাইছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে হাজার হাজার কর্মীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে যাবে বলে এদিন সংসদে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সোনিয়া।

এদিন রেলের পৃথক বাজেট পেশের দাবিতেও সরব হয়েছেন সোনিয়া। তিনি অভিযোগ করেছেন রেলের পৃথক বােজট পেশ না করার কোনও যুক্তিযুক্ত কারণ এখনও মোদী সরকার দেখাতে পারেনি। এমনকী সরকার অধিগৃহীত একাধিক সংস্থার বেসরকারি করণ করতে চাইছে মোদী সরকার এমনও অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে তিনি বিএসএনএলের দূরাবস্থার কথা তুলে ধরেন সংসদে। এমনকী এমটিএনএল, হ্যালের সংকট জনক পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকার দায়ী বলে অভিযোগ করেছেন তিনি।

যদিও কংগ্রেস সাংসদের অভিযোগের পাল্টা জবাবে রেলমন্ত্রী পিযূষ গোয়েল জানিয়েছেন, রেলেওয়ের বেসরকারিকরণ করার কোনও পরিকল্পনা মোদী সরকারের নেই। রাজধানী, শতাব্দীর মতো প্রথম সারির ট্রেনগুলির বেসরকারিকরণের কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত হয়নি। কয়েকটি প্রস্তাব এসেছে মাত্র।

English summary
Sonia Gandhi attacks government over privatisation of rail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X