For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-র রাজনৈতিক দম্ভ ঠেকাতে সোনিয়ার 'জোট বার্তা', যা বললেন কংগ্রেস নেত্রী

দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

দেশের বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিলেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী। দিল্লিতে এক অনুষ্ঠানে সোনিয়া গান্ধী জানিয়েছেন, বিজেপি বিরোধী দলগুলি নিজেদের মধ্যে সমস্ত রকমের বিভেদ ভুলে এবার একজোট হোক। স্থানীয় পর্যায়তেও এই জোট রাখা উচিত বলে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন , বিজেপি-র মতাদর্শ যারা মানতে পারছেন না , সেই সমস্ত দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। আর এই কাজ এখন তিনি করে যাবেন।

বিজেপি-র রাজনৈতিক দম্ভ ঠেকাতে সোনিয়ার 'জোট বার্তা', যা বললেন কংগ্রেস নেত্রী


দেশের সাম্প্রতিক পরিস্থিতির সাপেক্ষে বিজেপি-র বিরুদ্ধে তোপ দাগেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ ভারতের মূল ভিতগুলিকে এবং ভারত সম্পর্কে মানুষের বোধকে নষ্ট করে দিয়েছে বিজেপি। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন তিনি।

সোনিয়া গান্ধীর দাবি , বিভিন্ন বিজেপি নেতার তরফে যে উস্কানিমূলক মন্তব্যগুলি এসেছে , তা কোনও হঠাৎ করে করা মন্তব্য নয়, বরং তাঁদের স্বভাবজাত বক্তব্য। তাঁর আরও দাবি , ২০১৭ সালে ৭. ৫ মিলিয়ন বেকারের চাকরির কথা যা বলেছে বিজেপি, তা সম্পূর্ণভাবে ভুয়ো তথ্য। এছা়ডাও বার বার বিজেপি যেভাবে সামাজিক বিষয়গুলিকে নিয়ন্ত্রিত করছে,তাতে বিরক্ কংগ্রেস নেত্রী। সোনিয়ার দাবি, খাদ্যাভাস থেকে বিয়ের মতো বিষয়গুলিও এখন হামলার শিকার হচ্ছে, যা নক্কারজনক।

এছা়ডাও নরেন্দ্র মোদীর নাম না করে , এদিন সোনিয়া গান্ধী বলেন,সংসদীয় গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ ছিলেন অটল বিহারী বাজপেয়ী। যে সংসদীয় গণতন্ত্র এখন আক্রান্ত। তাঁর আরও অভিযোগ সংসদে কোনওভাবেই কংগ্রেস নেতাদের বলতে দেয় না বিজেপি। যা দম্ভের রাজনীতির নামান্তর। তবে অন্য এক প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোনিয়া খোলামেলাভাবে জানান, কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিয়ে আপাতত নিশ্চিন্ত বোধ করছেন।

English summary
Sonia attacks Modi on achche din and other issues.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X