'সোনিয়া-রাহুল চাননি মোদী-শাহ জীবিত থাকুন', বোমা ফাটিয়ে ফের খবরে রামদেব
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে নিয়ে ফের বড়সড় বড় সড় অভিযোগ তুলে খবরে এলেন বাবা রামদেব। এবার যোগগুরুর দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , বেঁচে থাকুন এটা কোনও দিনই চাননি গান্ধীরা। রামদেবের এই অভিযোগ উঠে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনীতিতে।

উত্তর প্রদেশের নয়ডায় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রামদেব বলেন, সোনিয়া আর রাহুল গান্ধী কোনও দিন চাননি অমিত শাহ আর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বেঁচে থাকুন। এরপরই চিনি পি চিদাম্বরমের বিরুদ্ধে তোপ দেগে রামদেব বলেন, 'পি চিদাম্বরম তো নিজেই কোনও দিনও ভাবতে পারেননি যে তিনি আইনি জটিলতায় পড়ে যাবেন। '
[ পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা করতে জানেন মোদী, দাবি ট্রাম্পের]
এদিন, চিদাম্বরমের বিরুদ্ধে তোপ দেগে এদিন বাবা রামদেব বলেন, ' চিদাম্বরম ভাবতেন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী , গোটা সাম্রাজ্যটাই তাঁর। তিনি ভাবতেন আই তাঁর হাতে। আর আজ তিনি নিজ কৃতকর্মের ফল ভোগ করছেন ।..' প্রসঙ্গত, বহুবার বিভিন্ন ক্ষেত্রে রামদেবকে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের স্তূতি বাক্যে। তবে এবার রামদেবের বক্তব্যে নয়া বিতর্কের গন্ধ পাচ্ছে জাতীয় রাজনীতির ময়দান।
[পেঁয়াজের ঝাঁঝে কাঁদছে দেশ! উৎসবের মরশুমে অন্য সব্জির দাম কোথায় গিয়ে ঠেকছে দেখুন]