আডবাণী হোক বা আমার বাবা, কাউকেই সম্মান দেয়নি বিজেপি! বিস্ফোরক সোনাক্ষী সিনহা
বিজেপি ছেড়ে বাবা শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যাওয়াকে পুরোপুরি সমর্থন জানালেন অভিনেত্রী মেয়ে সোনাক্ষী সিনহা। একইসঙ্গে তিনি বলেন,
এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। ৬ এপ্রিল শত্রুঘ্ন সিনহা কংগ্রেসে যোগ দেবেন।

সোনাক্ষীর বয়ান
জয়প্রকাশ নারায়ণ, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর সময় থেকে তাঁর বাবা দলের সদস্য। সেই সময় দলে সম্মানও ছিল অনেক বলেছেন সোনাক্ষী। তবে বর্তমান সময়ে এইসব নেতাদের প্রতি আর তেমন সম্মান দেখানো হয় না। গুরুত্ব দেওয়া হয় না। তিনি মনে করেন, তার বাবা দেরি করে সিদ্ধান্ত নিয়েছেন। আরও আনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন সোনাক্ষী।
খোলাখুলি ভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সমালোচক শত্রুঘ্ন সিনহা। রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি। দিন কয়েক আগে পাটনা সাহিব
থেকে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে প্রার্থী করার কথা জানায় বিজেপি। পাটনা সাহিব থেকে শেষ ১০ বছরের সাংসদ ছিলেন শত্রুঘ্ন সিনহা।
সোনাক্ষি বলেছেন, যদি তুমি আশপাশের ঘটনা সম্পর্কে খুশি না হও, তাহলে পরিবর্তনের জন্য লজ্জা করা উচিত নয়।
|
'বেদনাদায়ক ভাবে তিনি বিজেপির বাইরে'
শত্রুঘ্ন সিনহা বৃহস্পতিবার টুইট করে বলেছিলেন, বেদনাদায়ক ভাবে তিনি বিজেপির বাইরে।

'দেশের আশা রাহুল'
শুক্রবারও বিষয়টি নিয়ে টুইট করেন শত্রুঘ্ন সিনহা। রাহুল গান্ধীর সঙ্গে ছবি দিয়ে তাঁর মন্তব্য দেশের আশা।

২০১৪ থেকেই সমালোচনা
২০১৪-তে বিজেপি ক্ষমতায় আসার পর ক্যাবিনেট মন্ত্রীর পদ না পাওয়ায় নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকেন শত্রুঘ্ন। নোটবাতিলের কড়া সমালোচনা করেন তিনি। পাকিস্তানের বালাকোটে বিমান হানা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করে তিনি বলেছিলেন একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেই তিনি দল ছাড়ছেন।