উপনির্বাচনের ফল : মেঘালয়ে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রের জয়
মেঘালয় বিধানসভার একটি মাত্র আসনের উপনির্বাচনে জিতলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত ডোনকুপার রায়ের পুত্র বালাজেইদ কুপার সাইনরেম। শেল্লা বিধানসভা কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট পেয়েছে আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রাটিক পার্টি বা ইউডিপি।

উল্লেখ্য ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মেঘালয়ে ক্ষমতায় বসে আঞ্চলিক দল এনপিপি, ইউডিপি, পিডিএফ ও বিজেপি-র জোট। ৬০ আসন বিশিষ্ট বিধানসভার ৩৮টি আসন পায় তারা। অন্যদিকে কংগ্রেস, এনসিপি জোটের দখলে থাকে ২১টি আসন। মেঘালয়ের মুখ্যমন্ত্রী হন কনরাড সাংমা। সেই ফলের ধারা শেল্লা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও অব্যাহত রয়েছে। এই ভোটেও বাজিমাত করল আঞ্চলিক দল।
ওড়িশায় পর্যুদস্ত বিজেপি! জয়ের ব্যবধান বাড়ালেন বিজেপি প্রার্থী
মেঘালয়ের শেল্লা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্পিকার ডোনকুপার রায়। ১৯৮৮ সাল থেকে তিনি কেন্দ্র থেকে ভোটে জিতে আসছেন। গত ২৮ জুলাই বিধায়ক থাকা অবস্থাতেই প্রয়াত হন ডোনকুপার রায়। ফাঁকা হয়ে যাওয়া ওই বিধানসভা আসনের উপনির্বাচনে মৃত নেতার পুত্র বালাজেইদ কুপার সাইনরেমকে দাঁড় করায় ইউনাইটেড ডেমোক্রাটিক পার্টি বা ইউডিপি। এ লড়াইয়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্দল প্রার্থী গ্রেস মেরি খারপুরি। অবশেষে শেল্লা বিধানসভা কেন্দ্র থেকে ৬২২১ ভোটে জিতলেন বালাজেইদ কুপার সাইনরেম।