For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে যোগ দিলেন কংগ্রেসে, লোকসভার আগে বড় চমক

লোকসভার নির্বাচনের মুখে উত্তরাখণ্ডে শক্তি বাড়াল কংগ্রেস। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মেজর জেনারেল বিসি খান্দুরির ছেলে মণীশ খান্দুরি যোগ দিলেন কংগ্রেসে।

Google Oneindia Bengali News

লোকসভার নির্বাচনের মুখে উত্তরাখণ্ডে শক্তি বাড়াল কংগ্রেস। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মেজর জেনারেল বিসি খান্দুরির ছেলে মণীশ খান্দুরি যোগ দিলেন কংগ্রেসে। শনিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হাত থেকে তেরঙ্গা পতাকা হাতে তুলে নেন। কংগ্রেসের সভায় যোগ দিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন।

বিজেপি ছেড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে যোগ দিলেন কংগ্রেসে, লোকসভার আগে বড় চমক

লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে রাজ্যে দলবদলের খেলা চলছে। ভোটের আগে একদল ছেড়ে অন্য দলে নাম লেখানোর প্রবণতা বেড়েছে। এবার উত্তরাখণ্ডে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মণীশ খান্দুরি। তাঁর যোগদানে শক্তি বাড়ল কংগ্রেসের। উল্লেখ্য, উত্তরাখণ্ডে কংগ্রেস সরকারের পতনের পর থেকেই লড়াইয়ে পিছিয়ে পড়ছিলেন রাহুল গান্ধী।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের যোগদানে রাহুল গান্ধী বলেন, আমি আপনাদের বলব কেন তিনি আজ এখানে। আপনারা সবাই জানেন মণীশজির বাবাকে। ওনার বাবা ভালো মানুষ ছিলেন। তিনি পার্লামেন্টের ডিফেন্স কমিটির চেয়ারম্যানও ছিলেন। এমন একজনকে আমাদের দলে পেয়ে আমরা গর্বিত।

[আরও পড়ুন: কংগ্রেসের টিকিটে প্রার্থী হবেন বিজেপির সাংসদ! ২০১৯ লোকসভায় তাল ঠুকছেন রাহুল ][আরও পড়ুন: কংগ্রেসের টিকিটে প্রার্থী হবেন বিজেপির সাংসদ! ২০১৯ লোকসভায় তাল ঠুকছেন রাহুল ]

উল্লেখ্য, এদিনই ওড়িশায় বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেন এক সাংসদ। অসমেও এক সিটিং এমপি বিজেপি ছাড়েন। উল্টোদিকে ওড়িশায় একাধিক বিজেডি নেতা, সাংসদ যোগ দেন বিজিপিতে। কংগ্রেসও ছাড়েন একাধিক নেতানেত্রী। মোট কথা লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থীপদ নিয়ে ক্ষোভ থেকেই এই দলবদল বলে মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন:এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য][আরও পড়ুন:এবার মোদী সুনামি, ২০২৪-এ ভোটই হবে না! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য]

English summary
Son of former CM BC Khanduri joins in Congress leaving BJP. Congress increases in Uttarakhand before Lok Sabha Election 2019,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X