দলের ঊর্ধ্বে ছিলেন, সোমনাথ প্রয়াণে প্রতিক্রিয়া রাষ্ট্রপতি থেকে প্রণব ও রাহুলের
দীর্ঘ অসুস্থতার পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্য়ায়। বরাবর কমিউনিস্ট রাজনীতিতে বিশ্বাসী হলেও নিজস্ব চারিত্রিক গুণে দলের ঊর্ধে সমস্ত রাজনৈতিক দলের শ্রদ্ধা আদায় করে নিয়েছিলেন এই বর্ষীয়ান নেতা। তাঁর মৃত্যুর খবর প্রকাশ হতেই দেশজুড়ে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
|
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাক্তন এই লোকসভা স্পিকারের প্রয়াণে গবীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন সংসদে তাঁর দাপুটে উপস্থিতি ছিল। তিনি বলেন সোমনাথের প্রয়াণে বাংলা তথা ভারতের অনেক ক্ষতি হল।
|
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায় সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছেন বিশিষ্ট সাংসদ ও সংবিধানবেত্তা। প্রণব বাবু আরও জানিয়েছেন তাঁর এই প্রয়াণে তিনি এক বন্ধুকে হারালেন, রাষ্ট্র হারাল এক মহান সন্তানকে।
|
রাহুল গান্ধী
সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছএন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন ১০ বারের সাংসদ ও প্রাক্তন এই লোকসভার স্পিকারকে তিনি এক প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছএন। জানিয়েছেন দলমত নির্বিশেষে তিনি সাংসদ হিসেবে সকলের শ্রদ্ধা কুড়িয়েছিলেন।
|
সুষমা স্বরাজ
শোক প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। তিনি জানিয়েছেন তাঁদের রাজনৈতিক মতাপার্থক্য ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
|
ওমর আবদুল্লা
সোমনাথ চট্টোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেছেন ন্য়াশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি জানিয়েছেন সোমনাথের সঙ্গে পরিচয় ও তাঁর কাছ থেকে শেখার সুযোগ পাওয়াটা তাঁর কাছে বিরাট সম্মানের। তিনি আরও বলেন, সাম্প্রতিককালে সংসদ তাঁর অভাব বোধ করেছে। ওমর বলেন ভারত আজ এক 'পার্লামেন্টারি জায়ান্ট'-কে হারাল।
|
মহম্মদ সেলিম
সিপিআইএম নেতা মহম্মদ সেলিম জানিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে তিনি তাঁর পিতৃস্থানীয় এক ব্যক্তিত্বকে হারিয়েছেন। তিনি জানিয়েছেন সোমনাথের কাছে তাঁর অনেক ঋণ রয়েছে।
|
লালু প্রসাদ যাদব
আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবও জানিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায় কিভাবে দলের ঊর্ধে উঠে সকলের শ্রদ্ধা কুড়িয়েছিলেন। তিনি আরও জানান সোমনাথ বাবুর সঙ্গে তাঁর অনেক সুখস্মৃতি রয়েছে। দুজনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও জানিয়েছএন লালু প্রসাদ।
|
অমিত শাহ
বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়েছেন লোকসভায় তাঁর দীর্ঘ উপস্থিতিতে লোকসভার ঐতিহ্যকে সম্বৃদ্ধ করেছেন।
|
অরবিন্দ কেজরিওয়াল
সোমনাথ চট্টোপাধ্যায় বর্তমান সময়ের অন্যতম সেরা সাংসদ ছিলেন বলে জানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন গোটা দেশ তাঁর অভাব বোধ করবে। ভারত তাঁকে অন্যতম সেরা স্পিকার হিসেবে মনে রাখবে।
|
শরদ যাদব
সোমনাথ চট্টোপাদ্য়ায়ের সংসদ ও সংবিধান নিয়ে বিরাট জ্ঞানের কথা বলেছেন শরদ যাদব। জানিয়েছেন তিনি ছিলেন ভনিতাহীন। তাঁর প্রয়াণে তিনি এক কাছের মানুষকে হারিয়েছেন বলে জানিয়েছেন এই জেডিইউ নেতা।