সোমনাথ ভারতীর অপসারণের প্রশ্নই নেই, তিনি বর্ণবিদ্বেষী তার প্রমাণ নেই : আপ

বৃহস্পতিবার ভারতীর পক্ষ নিয়ে আপের মুখপাত্র যোগেন্দ্র যাদব বলেন, প্রথমত, উনি এমন কিছু করেননি যার জন্য তাঁর মন্ত্রিত্ব খোয়াতে হবে। দলের প্রাথমিক তদন্তে তিনি ইউগাণ্ডার মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বা অপমান করেছেন এমনটাও ধরা পড়েনি। এমনকী তিনি বর্ণবিদ্বেষী তার প্রমাণও নেই। বিচারবিভাগীয় তদন্তে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে দল ভারতীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন যোগেন্দ্র যাদব।
ভারতীর বিতর্কিত খানাতল্লাশি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নিম্ন আদালত
এদিকে, ভারতীর ওই বিতর্কিত অভিযান ও খানাতল্লাশি নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চেতনা সিং দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার-কে (দক্ষিণ) ২৫ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য গত ১৫ জানুয়ারি রাতে দিল্লির মালব্যনগরের একটি বাড়িতে মাদক ও যৌন চক্রের অভিযোগে খানাতল্লাশি চালান ভারতী ও তাঁর দলবল। সেখানে বসবাসকারী আফ্রিকান মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় বলে অভিযোগ।
এর আগে দিল্লি পুলিশ এই ঘটনার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে। তবে তাতে নির্দিষ্ট করে কারোর নাম দেওয়া হয়নি। এবার অভিযোগকারী এই আফ্রিকান মহিলা ভারতীর বিরুদ্ধে এফআইআর করতে চাইলে, তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত তিনজন মহিলা সে দিনের ঘটনায় বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে তাঁদের বয়ান নথিবদ্ধ করিয়েছেন। প্রত্যেকেই অভিযোগের আঙুল তুলেছেন আম আদমী পার্টির সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে।