For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার জেরে ঘুরিয়ে দেওয়া হল এই সমস্ত ট্রেনকে

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার জেরে ঘুরিয়ে দেওয়া হল, একাধিক ট্রেনের গতিপথ।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার জেরে ঘুরিয়ে দেওয়া হল, একাধিক ট্রেনের গতিপথ। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের গতিপথ কোনদিকে ঘোরানো হয়েছে।১৪৬৮ নয়াদিল্লি-জলন্ধর ইন্টারসিটি এক্সপ্রেস গাজিয়াবাদ ,কুরুক্ষেত্র হয়ে আম্বালা ঘোরানো হয়েছে।

[আরও পড়ুন:মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার নেপথ্যে কী কারণ, প্রাথমিক তদন্তে উঠে এল এই তথ্য ][আরও পড়ুন:মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার নেপথ্যে কী কারণ, প্রাথমিক তদন্তে উঠে এল এই তথ্য ]

মুজাফ্ফরনগর রেল দুর্ঘটনার জেরে ঘুরিয়ে দেওয়া হল এই সমস্ত ট্রেনকে

  • ১২০৫৫ নিয়াদিল্লি-দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস হাপুর মোরাদাবাদ হয়ে দেরাদুনের দিকে ঘোরানো হয়েছে।
  • ১৪৬৪৫ দিল্লি-জম্মু তাওয়াই শালিমার এক্সপ্রেস গাজিয়াবাদ-কুরুক্ষেত্র হয়ে আম্বালা ঘোরানো হয়েছে।
  • ১২৯০৩ মুম্বই সেন্ট্রান-অমৃতসর গোল্ডেন টেম্পল মেল দিল্লি-কুরুক্ষেত্র হয়ে আম্বালা ঘোরানো হয়েছে।
  • ১৮২৩৭ বিলাসপর-অমৃতসর ছত্তিশগড় এক্সপ্রেস দিল্লি-কুরুক্ষেত্র হয়ে আম্বালা ঘোরানো হয়েছে।
  • ১২২০৫ নিউদিল্লি-দেরাদুন নন্দাদেবী এক্সপ্রেস শামলি-তাপরি হয়ে ঘোরানো হয়।
  • ১২০১৮ দেরাদুন-নয়াদিল্লি শতাব্দী শামলি হয়ে নয়া দিল্লির দিকে ঘোরানো হয়েছে।
  • দিক ঘরোনা হয়েছে হরিদ্বার -আমেদাবাদ যোগা এক্সপ্রেসের. ট্রেনটি শামলি দিয়ে দিল্লির দিকে রওনা হয়।
  • সাহারণপুর-এলাহাদাবাদ নৌচণ্ডী এক্সপ্রেসকে সাহারণপুর ও মিরাটের বেশ কিছু জায়গায় ট্রেনটিকেবাতিল করা হয়।
English summary
some trains got rescheduling due to accident at moradabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X