For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ রাজ্যে বিধানসভা নির্বাচন: বিধি কিছুটা শিথিল করে সমাবেশ-রোড শোতে জারি নিষেধাজ্ঞা, কমিশনের বৈঠকে সিদ্ধান্ত

পাঁচ রাজ্যে আপাতত মিছিল ও রোড শো-র ওপরে নিষেধাজ্ঞা আপাতত উঠছে না। এদিন বৈঠকের পরে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। দেশের বিশেষ করে পাঁচ রাজ্যের করোনা (coronavirus) পরিস্থিতি বিচার করে প্রচারে কি

  • |
Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যে আপাতত মিছিল ও রোড শো-র ওপরে নিষেধাজ্ঞা আপাতত উঠছে না। এদিন বৈঠকের পরে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। দেশের বিশেষ করে পাঁচ রাজ্যের করোনা (coronavirus) পরিস্থিতি বিচার করে প্রচারে কিছুটা ছাড় দেওয়া যায় কিনা তা নিয়ে বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। সেই বৈঠকে হাজির ছিলেন ৫ রাজ্যের নির্বাচন কমিশনাররা।

মিছিল-রোড শোতে ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা

মিছিল-রোড শোতে ৩১ জানুয়ারি পর্যন্ত নিষেধাজ্ঞা

১০ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে ৫ রাজ্য, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। যার প্রথমদফার জন্য ইতিমধ্যেই নির্বাচনী লাগু হয়ে গিয়েছে। বিধি লাগুর সময়েই নির্বাচন কমিশন জানিয়েছিলেন পরিস্থিতি পর্যালোচনা করে ধাপে ধাপে পরবর্তী সিদ্ধান্তের কথা জাানানো হবে। সেই মতো এদিন বৈঠকে বসে নির্বাচন কমিশন। ৫ রাজ্যের নির্বাচন কমিশনার, সেইসব রাজ্যের মুখ্যসচিবরা সেই বৈঠকে হাজির ছিলেন। সেখানেই ঠিক হয়েছে আগের মতো নির্বাচনী সমাবেশ, মিছিল ও রোড শোতে নিষেধাজ্ঞা ৩১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

প্রথম দফার নির্বাচনের আগে প্রচারের সুযোগ

প্রথম দফার নির্বাচনের আগে প্রচারের সুযোগ

প্রথম দফার নির্বাচন হতে চলেছে ১০ ফেব্রুয়ারি। তার ৭২ ঘন্টা আগে যদি প্রচার শেষ। নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক দল কিংবা প্রার্থীদের উপস্থিতিতে জনসভার ক্ষেত্রে প্রথমদফার নির্বাচনের জন্য ২৮ জানুয়ারি থেকে এবং দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারি থেকে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।

প্রচার বিধি কিছুটা শিথিল

প্রচার বিধি কিছুটা শিথিল

দরজায়-দরজায় প্রচারের ক্ষেত্রে ৫ জনের সীমা বাড়িয়ে ১০ জন করা হয়েছে। কোভিড বিধি মেনে ফাঁকা জায়গায় ভিডিও ভ্যান নিয়ে প্রচার করা যাবে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
৪ জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণার সময় কমিশনের তরফে প্রথমে সভা সমাবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয় ১৫ জানুয়ারি পর্যন্ত। এরপর তা ২২ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। তবে ১৫ জানুয়ারি থেকে রাজনৈতিক দলগুলির হলের ভিতর সভার ক্ষেত্রে ৩০০ জনের উপস্থিতির ব্যাপারে ছাড় দেওয়া হয়।

টিকা এবং সংক্রমণের বিষয়ে তথ্য

টিকা এবং সংক্রমণের বিষয়ে তথ্য

এদিনের বৈঠকে হাজির থাকা ৫ টি রাজ্যের মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিবরা সেই সেই রাজ্যের টিকা এবং সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য দেন। তাঁদের সঙ্গে আলোচনার পরে নির্বাচন কমিশনের তরফে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠক হয় নির্বাচন কমিশনের। জানা গিয়েছে কমিশনের তরফে রাজ্যগুলিতে টিকাকরণের ওপরে জের দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মনিপুরে টিকা দেওয়ার গতিতে কমিশন অসন্তুষ্ট। সেই নিরিখে পঞ্জাবে টিকাদানের গতি আগের থেকে বেড়েছে। অন্যদিকে উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এবং গোয়ায় টিকাদান যেমন গতি পেয়েছে অন্যদিকে সংক্রমণও কমতে শুরু করেছে। তারপরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় সমাবেশ, মিছিল, রোড-শোতে যে নিষেধাজ্ঞা রয়েছে তা অব্যাহত রাখা হবে।

পিছিয়ে পড়া জেলাগুলিই অগ্রগতিকে ত্বরান্বিত করছে! সুশাসনে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা, বললেন মোদীপিছিয়ে পড়া জেলাগুলিই অগ্রগতিকে ত্বরান্বিত করছে! সুশাসনে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা, বললেন মোদী

English summary
With some relaxation Election Commission prohibition on road show and meeting will continue for five states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X