For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার বিরুদ্ধে ছাত্রদের উস্কাচ্ছে শিক্ষকদের একাংশ, হিংসার তদন্তের নির্দেশ দিয়ে বললেন জেএনইউ ভিসি

আমার বিরুদ্ধে ছাত্রদের উষ্কাচ্ছে শিক্ষকদের একাংশ, হিংসার তদন্তের নির্দেশ দিয়ে বললেন জেএনইউ ভিসি

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ছাত্র ও শিক্ষকদের একাংশের বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ আনলেন জেএনইউ-র উপাচার্য এম জগদীশ কুমার। তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রফেসর রয়েছেন যারা ক্রমাগত ছাত্রদের আমার বিরুদ্ধে উস্কে যাচ্ছে ছাত্রদের। তাদেরকে সোশ্যাল মিডিয়াতেই আপনি চিহ্নিত করতে পারবেন।'

'আমার পদত্যাগের প্রসঙ্গে কেন্দ্রকেই জিজ্ঞাসা করুন'

'আমার পদত্যাগের প্রসঙ্গে কেন্দ্রকেই জিজ্ঞাসা করুন'

পাশাপাশি তিনি জানিয়ে দেন যে জেএনইউ কতৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ বা স্থানান্তরিত করার বিষয়ে কোনও প্রস্তাব কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রককে দেয়নি। আর নিজের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার পদত্যাগের প্রসঙ্গে আপনাকে কেন্দ্রকেই জিজ্ঞাসা করতে হবে।' এরপর উপাচার্য বলেন, 'আগামী পাঁচ বছরও জেএনইউ স্বদর্পে এগিয়ে যাবে। আন্তর্জাতি স্তরে এই বিশ্ববিদ্যালয়ের এক আলাদা পরিচয় রয়েছে।'

হিংসার ঘটনায় উপাচার্যকে দায়ি করে ছাত্র সংসদ

হিংসার ঘটনায় উপাচার্যকে দায়ি করে ছাত্র সংসদ

প্রসঙ্গত, রবিবার বিকেলে জেএনইউ-এর রক্তাক্ত হওয়ার ঘটনায় সরাসরি উপাচার্য মামিদালা দগদীশ কুমারকে দায়ি করে তাঁর পদত্যাগ চেয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ছাত্র সংসদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, 'এই উপাচার্য হলেন এক কাপুরুষোচিত উপাচার্য। উনি পিছনের দরজা দিয়ে অবৈধ নীতিমালা প্রবর্তন করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের প্রশ্ন থেকে দূরে পালান। তিনি জেএনইউকে নষ্ট করার পরিস্থিতি তৈরি করছেন।'

তদন্তের জন্যে কমিটি গঠন উপাচার্যের

তদন্তের জন্যে কমিটি গঠন উপাচার্যের

এদিকে আজকেই উপাচার্য ৫ জানুয়ারিতে ক্যাম্পাসে হওয়া হিংসার ঘটনার তদন্তের জন্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। সেই ঘটনার বিষয়ে উপাচার্য বলেন, 'রবিবার ক্যাম্পাসে হওয়া হিংসার ঘটনা খুবই দুঃখজনক। তদন্তের পর সবকিছুই সামনে চলে আসবে।'এদিকে আজকেই উপাচার্য ৫ জানুয়ারিতে ক্যাম্পাসে হওয়া হিংসার ঘটনার তদন্তের জন্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। সেই ঘটনার বিষয়ে উপাচার্য বলেন, 'রবিবার ক্যাম্পাসে হওয়া হিংসার ঘটনা খুবই দুঃখজনক। তদন্তের পর সবকিছুই সামনে চলে আসবে।'

'হিংসা কোনও সমাধান সূত্র নয়'

'হিংসা কোনও সমাধান সূত্র নয়'

এর আগে তিনি এই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়কে সবাই আলোচনা ও বিভিন্ন বিষয়ে সুস্থ বিতর্কের জন্যে পরিচিত। সেখানে হিংসার কোনও স্থান নেই। হিংসা কোনও কিছুর সমাধান সূত্র হতে পারে না। আমরা সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ক্যাম্পাস আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে।'

বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা

বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা

এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় চত্বরে রবিবার সন্ধ্যায় হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। যদিও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ও আক্রান্ত শিক্ষকদের অভিযোগর তির আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিকে। গতকালকের হামলায় জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ সহ ৩৪ জন ছাত্র ও শিক্ষক জখম হয়ে ভর্তি হন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সে।

ঐশী ঘোষ সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর

ঐশী ঘোষ সহ ২০ জনের বিরুদ্ধে এফআইআর

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ সহ ২০ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সার্ভার রুমে হামলা চালানোর জায়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করেননি জেএনইউ-এর উপাচার্য মামিদালা জগদীশ কুমার।

জেএনইউ-র উত্তেজনা নিরসনে কোন পথের খোঁজ দিলেন সানি লিওনিজেএনইউ-র উত্তেজনা নিরসনে কোন পথের খোঁজ দিলেন সানি লিওনি

English summary
Some JNU teachers inciting students against me alleged jnu vc after forming investigating committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X