For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) দিল্লির আইনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে কে কি বললেন, জেনে নিন একঝলকে

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ জুন : ভুয়ো শংসাপত্র মামলায় এদিন সকালে গ্রেফতার হয়েছেন দিল্লির আম আদমি পার্টির মন্ত্রী জীতেন্দ্র সিং তোমর। তোমরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ১২০ (বি) ধারায় জাতিয়াতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ইত্যাদির মামলা করা হয়েছে।

ফলে সকাল থেকেই দিল্লির রাজ্য-রাজনীতি একেবারে তপ্ত হয়ে রয়েছে। আগে থেকেই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজীব জঙ্গের সঙ্গে কেজরিওয়াল সরকারের বিরোধ লেগে রয়েছে। এরপর এদিন তোমরের গ্রেফতারিতে আপ নেতারা পথে নেমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সুর চওড়া করেছেন। আপ দিল্লি প্রশাসনে স্বচ্ছ্বতা আনতে চাইছে। সেজন্য কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ আপ নেতৃত্বের।

অন্যদিকে বিজেপি, কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানিয়েছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও আইনমন্ত্রী জীতেন্দ্র সিং তোমরের পদত্যাগও দাবি করেছে বিরোধীরা।

আসুন দেখে নেওয়া যাক জীতেন্দ্র তোমরের গ্রেফতারি নিয়ে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য।

জীতেন্দ্র তোমর

জীতেন্দ্র তোমর

বিহার বিশ্ববিদ্যালয় থেকে জীতেন্দ্র তোমর আইনের ডিগ্রি পেয়েছেন যা ভুয়ো বলে অভিযোগ ওঠে তোমরের বিরুদ্ধে। তা নিয়ে মামলাও হয়। সেই সূত্রেই এদিন দিল্লির বাসভবন থেকে সকালে আপ সরকারের আইনমন্ত্রী তোমরকে গ্রেফতার করা হয়।

আপ নেতা কুমার বিশ্বাস

আপ নেতা কুমার বিশ্বাস

আম আদমি পার্টির অভিযোগ, জীতেন্দ্র তোমরকে কোনওরকম পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হয়েছে। আপ নেতা কুমার বিশ্বাসের অভিযোগ, পুলিশ কুমার বিশ্বাসকে শারীরিক নিগ্রহ করেছে। সাদা কাগজে তাঁকে সই করানোর জন্য চাপও দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া

তোমরকে গ্রেফতার করে দিল্লিতে 'জরুরি অবস্থা' তৈরি করতে চাইছে কেন্দ্র, এমনটাই অভিযোগ আপের। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার অভিযোগ, দিল্লিতে দুর্নীতি মুক্ত অভিযান শুরু করেছে আপ। আর তাই তাঁদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে বলে জানিয়েছেন মনীশ সিসোডিয়া।

জীতেন্দ্র তোমরের গ্রেফতারি

জীতেন্দ্র তোমরের গ্রেফতারি

আপের অভিযোগ, জীতেন্দ্র তোমরের সঙ্গে মাফিয়াদের মতো করে ব্যবহার করা হচ্ছে। ৩০-৪০ জনের পুলিশের একটি দল এদিন সকালে গিয়ে তোমরকে গ্রেফতার করে। আপ নেতারা জানিয়েছেন, ''সকালে তোমরকে গিয়ে পুলিশের দলটি বলে তাঁকে দলীয় কার্যালয় থেকে বাড়ি নিয়ে গিয়ে কিছু কাগজপত্র নেওয়ার রয়েছে। মাঝপথে তোমরের গাড়ির চালককে নামিয়ে গাড়ি থানায় নিয়ে গিয়ে তোমরকে গ্রেফতার করা হয়।''

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

তোমরের গ্রেফতারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এব্য়াপারে কেন্দ্রের কোনও হাত নেই। তাঁরা কোনওভাবে হস্তক্ষেপ করেননি।

দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসী

দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসী

দিল্লি পুলিশ কমিশনার বিএস বাসী প্রথমে জানান, দিল্লির আইনমন্ত্রীর গ্রেফতারি নিয়ে কিছু জানেন না তিনি। পরে তিনি জানান, আইন মোতাবেক তোমরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যোগেন্দ্র যাদব

যোগেন্দ্র যাদব

স্বচ্ছ্বতা থেকে থাকলে আপ নেতারা কেন তোমরের আইনের ডিগ্রি জনসমক্ষে আনছেন না, প্রশ্ন তুলেছেন বহিস্কৃত আপ নেতা যোগেন্দ্র যাদব।

বিজেপি নেত্রী কিরণ বেদী

বিজেপি নেত্রী কিরণ বেদী

তোমরের গ্রেফতারের পর রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন আপ নেতারা। তবে আপের এই চিলচিৎকার কোনও কাজেই আসবে না বলে জানিয়েছেন বিজেপি নেত্রী কিরণ বেদী। তিনি জানান, পোক্ত প্রমাণের ভিত্তিতেই জীতেন্দ্র তোমরকে গ্রেফতার করা হয়েছে।

অজয় মাকেন

অজয় মাকেন

জাল আইনের ডিগ্রি কাণ্ডে দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আইনমন্ত্রী জীতেন্দ্র তোমরের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত কেজরিওয়ালের, বলেছেন দিল্লির প্রদেশ কংগ্রেস প্রধান অজয় মাকেন।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গের সঙ্গে বিরোধের পরও ফের বিতর্ক তৈরি করে আপ নেতৃত্ব। এবার তাঁরা লেফটেন্যান্ট গভর্নরের ঠিক করা প্রার্থী হিসাবে দিল্লির দুর্নীতি বিরোধী শাখার প্রধান হিসাবে এম কে মীনার নিয়োগ আটকানোর কথা জানায়।

English summary
Some facts on Delhi law minister Jitender Singh Tomar's arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X