For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিছু হ্যান্ডস্যানিটাইজার আপনাকে অন্ধও করে দিতে পারে! বড়সড় সতর্কতা FDA এর

কিছু হ্যান্ডস্যানিটাইজার আপনাকে অন্ধও করে দিতে পারে! বড়সড় সতর্কতা FDA এর

Google Oneindia Bengali News

দুনিয়া এই মুহূর্তে দুটি ভাগে বিভক্ত। একটি করোনার আগে র যুগ আরেকটি করোনা পরবর্তী যুগ। আর করোনা পরবর্তী যুগের অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য হ্যান্ডস্যানিটাইজার। অত্যাবশ্যকীয় এই দ্রব্য এখন বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। তবে এই হ্যান্ডস্যানিটাইজার থেকে বেশ কিছু বিপদ আসতে পারে বলেও সচেতন করা হচ্ছে।

 হ্যান্ড স্যানিটাইজার অন্ধ করে দিতে পারে!

হ্যান্ড স্যানিটাইজার অন্ধ করে দিতে পারে!

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, এমন কিছু হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, যেগুলিতে বিষাক্ত অ্যালকোহল থেকে যাচ্ছে। আর তার জেরেই সেইসমস্ত হ্যান্ড স্য়ানিটাইজার মানুষকে অন্ধ করে দিতে পারে। এমন সতর্কতাই জারি হয়েছে।

বিষাক্ত স্যানিটাইজার থেকে বমিভাব-মাথার যন্ত্রণা!

বিষাক্ত স্যানিটাইজার থেকে বমিভাব-মাথার যন্ত্রণা!

বিশেষজ্ঞরা বলছেন, এমন বহু স্যানিটাইজার রয়েছে, যেগুলি থেকে বমি ভাব হতে পারে। তারসঙ্গে মাথার প্রবল যন্ত্রণা শুরু হতে পারে। এমনকি স্যানিটাইজার সঠিক না হলে মানুষ কোমায় চলে যেতে পারেন।

 স্যানিটাইজার ব্যবহার ও বিস্ফোরণ

স্যানিটাইজার ব্যবহার ও বিস্ফোরণ

কয়েকদিন আগে, কলকাতায় এক অগ্নিকাণ্ডের ঘটনা অনেককে অবাক করে! স্যানিটাইজার গ্যাস সিলিন্ডারের কাছে একফোঁটা পড়তেই তা থেকে আগুন জ্বলে যায়। এরপর দেখা যায়, স্যানিটাইজারে সঠিক ভারসাম্যের উপাদান ছিল না। ফলে স্যানিটাইজার ব্যবহার নিয়ে সচেতন হওয়া অত্যন্ত জরুরি।

কী থেকে সাবধান হবেন?

কী থেকে সাবধান হবেন?

FDA বলছে, যে স্যানিটাইজারের গায়ে লেখা রয়েছে যে, সেটায় ইথানল ব্যবহৃত হয়েছে, সেই স্যানিটাইজারো মিথানল বা 'উড অ্যালকোহল' পাওয়া গিয়েছে, যা বিপজ্জনক। এক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা এফডিএর থেকে নেওয়া হয়েছে। শুধুমাত্র এফডিএ -প্রুফ লেখা রয়েছে , এমন স্যানিটাইজারই কিনতে বলছে সরকারি এই প্রতিষ্ঠান।

৬৯ টি হ্যান্ড স্যানিটাইজারের তালিকা

৬৯ টি হ্যান্ড স্যানিটাইজারের তালিকা

এদিকে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এফডিএর তরফে ৬৯ টি স্যানিটাইজারের তালিকা ঘোষণা করা হয়েছে। এই তালিকাভূক্ত স্যানিটাইজার বিপজ্জনক বলে দাবি করেছে এফডিএ।

তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কেটে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার যুবকতলোয়ার দিয়ে জন্মদিনের কেক কেটে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার যুবক

English summary
Some contaminated hand sanitizers can make you go blind warns new Government body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X