For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভদোদরার শ্মশানে দেহ দাহ করার কাজে মুসলিম স্বেচ্ছাসেবক, আপত্তি ‌তুলল বিজেপি

ভদোদরার শ্মশানে দেহ দাহ করার কাজে মুসলিম স্বেচ্ছাসেবক

Google Oneindia Bengali News

গুজরাতে দিন দিন কোভিডে মৃতের সংখ্যা বাড়ছে আর তার সাক্ষী বহন করছে রাজ্যের বিভিন্ন শহরের শ্মশান ঘাটগুলি। করোনা রোগীর দেহ পোড়ানোর জন্য অতিরিক্ত স্বেচ্ছাসেবকদের প্রয়োজন পড়ছে বিভিন্ন শ্মশানে। সেররকমই খাসওয়াদি শ্মশানে মুসলিম স্বেচ্ছাসেবকদের নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ভদোদরার বিজেপি নেতারা। অথচ এই শ্মশানে কোভিড–১৯ দ্বিতীয় ওয়েভের ফলে মৃতদেহের ভিড়ে নাজেহাল কর্মীরা।

বিজেপির একাংশ মুসলিম স্বেচ্ছাসেবকদের পক্ষে

বিজেপির একাংশ মুসলিম স্বেচ্ছাসেবকদের পক্ষে

গত ১৬ এপ্রিল এক বিজেপি নেতার শেষকৃত্যে গিয়ে এই শ্মশানে মুসলিম স্বেচ্ছাসেবকদের দেখে আপত্তি তোলেন গেরুয়া শিবিরের বেশ কিছু নেতা। তবে ভদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের একাধিক বিজেপি নেতারা দলের আপত্তিতে সেভাবে আমল দেননি। মেয়র কেউর রোকাদিয়া জানিয়েছেন যে মহামারি চলার সময় সব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে হবে।

 ঘোর আপত্তি বিজেপির

ঘোর আপত্তি বিজেপির

গত ১৬ এপ্রিল বিজেপি দলের এক নেতার মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে ভদোদরার দলীয় সভাপতি ডঃ বিজয় শাহ সহ অন্যান্যরা ছিলেন এবং কাঁরা সকলে শ্মশানে যান। বিজেপি নেতারা শ্মশানে এক মুসলিম ব্যক্তির উপস্থিতিতে আপত্তি জানান, যিনি দেহ দাহ করার জন্য কাঠ ও গোবর দিয়ে চিতা তৈরি করছিলেন। শাহ জানিয়েছেন যে ভিএমসিকে নিশ্চিত করে জানাতে হবে যে শ্মশানে কোনও মুসলিম ব্যক্তির প্রবেশ চলবে না। শাহ বলেন, '‌আমরা জানতে পেরেছি যে তিনি কাঠ ও গোবর সরবরাহ করার জন্য চুক্তিভিত্তিক কর্মী কিন্তু তিনি শ্মশানে আরও মুসলিম যুবককে নিযোগ করেছেন যা অত্যন্ত ভুল। স্বেচ্ছায় কাজ করা ভালো এবং এটা অন্য বিষয় কিন্তু ধর্মীয় রীতিতে নাক গলানো, যে বিষয়টি নিয়ে তুমি জানোই না, তা মোটেও ভালো কাজ নয়। হিন্দুদের কাছে অন্তিম সংস্কার হল ২৭টি সংস্কারের মধ্যে শেষ সংস্কার। যে এ বিষয়টি নিয়ে জানেই না তাকে দিয়ে এই কাজ করানো উচিত নয়। আমরা ভিএমসিকে জানিয়েছি যে কাঠ ও গোবরের সরবরাহকারী ওই ব্যক্তি শ্মশানের বাইরে জিনিস সরবরাহ করে দিয়ে যাবে। তাঁকে ভেতরে ঢোকানোর প্রয়োজন নেই।

এগিয়ে এসেছে মুসলিম স্বেচ্ছাসেবকরা

এগিয়ে এসেছে মুসলিম স্বেচ্ছাসেবকরা

ভদোদরাতে মহামারির প্রকোপ শুরু হওয়ার পর থেকেই মুসলিম স্বেচ্ছাসেবকরা শ্মশানে কোভিড-১৯ দেহ পোড়ানোর কাজে এগিয়ে এসেছেন। অনেক ক্ষেত্রেই রোগীর পরিবারের লোক আসতে চাইছেন না অথবা কোয়ারেন্টাইনের জন্য যেতে পারছেন না সেক্ষেত্রে এই মুসলিম স্বেচ্ছাসেবকরাই নিজে থেকে এগিয়ে এসেছেন। ভিএমসির অন্য এক বিজেপি নেতা বলেন, '‌দলের নেতাদের এ ধরনের ধারণা খুবই লজ্জাজনক। এখন ধর্ণীয় মতাদর্শকে একসঙ্গে গুলিয়ে ফেলার সময় নয়, যেখানে গোটা শহর ভুক্তভোগী। গত বছর ভিএমসির সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছেন মুসলিম স্বেচ্ছাসেবকরা তা কখনই অস্বীকার যোগ্য নয়।'‌

দীর্ঘদিন ধরে যুক্ত মুসলিম কর্মী

দীর্ঘদিন ধরে যুক্ত মুসলিম কর্মী

খাসওয়াদি শ্মশানের এক কর্মী জানিয়েছেন যে শুক্রবার রমজান মাসের সময় ওই স্বেচ্ছাসেবক টুপি পরেছিলেন। এই ব্যক্তি গত বছর থেকে তাঁদের সঙ্গে অক্লান্তভাবে কাজ করে চলেছেন এবং গত দু'‌দশক ধরে তিনি এই শ্মশানের সঙ্গে যুক্ত। গত বছরই প্রায় হাজার কোভিড দেহ মুসলিম ভাইরা উদ্যোগ নিয়ে দাহ করেছেন এবং তখন তো কোনও প্রশ্ন ওঠেনি।

ইদের দিন বাংলার দুই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণায় ক্ষুব্ধ মমতা ইদের দিন বাংলার দুই সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘোষণায় ক্ষুব্ধ মমতা

English summary
BJP objects to assisting Muslim volunteers in cremation at Vadodara crematorium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X