For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়েকটি ব্যাঙ্কের বর্তমান চেকবুক,পাসবুক সামনের মাস থেকে 'ইনভ্যালিড' হচ্ছে, জানুন বিস্তারিত

  • |
Google Oneindia Bengali News

মার্চ মাস শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। আর তারপরই এপ্রিল মাস থেকে দেশের একাধিক ব্যাঙ্কের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি হবে। যেহেতু দেশের ৮ টি ব্যাঙ্ক 'মার্জ' এর তালিকায় রয়েছে, তাই আগামী মাস থেকে এই ব্যাঙ্কগুলির গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একনজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য।

 কোন কোন ব্যাঙ্ক 'মার্জ' হচ্ছে?

কোন কোন ব্যাঙ্ক 'মার্জ' হচ্ছে?

দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, অরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাঙ্ক এই ব্য়াঙ্কগুলি আগামী মাস থেকে গ্রাহক পরিষেবার ক্ষেত্রে কিছু পদক্ষেপ নিয়েছে। এই ব্য়াঙ্কগুলিতে যাঁদের পাসবুক বা অ্যাকাউন্ট রয়েছে , তাঁদের ক্ষেত্রে কিছু নিয়মাবলী কার্যকরী হবে।

 এপ্রিল ১ তারিখ থেকে কোন নিয়ম?

এপ্রিল ১ তারিখ থেকে কোন নিয়ম?

প্রসঙ্গত, ২০২১ সালে এপ্রিলের ১ তারিখ থেকে এই ৮ টি ব্যাঙ্কের গ্রাহকদের যে বর্তমান চেকবুক ও পাসবুক রয়েছে, তা আগামী মাস থেকে 'ইনভ্যালিড' হবে । অর্থাৎ পাসবুকগুলি ৩১ মার্চ পর্যন্তই যে 'ভ্যালিড' তা জানিয়ে দিয়েছে একাধিক ব্যাঙ্ক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইতিমধ্যেই জানিয়েছে যে , 'ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স' ও 'ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া'র যে গ্রাহকরা রয়েছেন তাঁদের চেকবুক ৩১ মার্চের পর আর কার্যকরী হবে না।

 কী করতে হবে গ্রাহকদের?

কী করতে হবে গ্রাহকদের?

এই ৮ ব্যাঙ্কের গ্রাহকদের ক্ষেত্রে কয়েকটি নিয়মাবলী কার্যকরী করা হয়েছে। যে নতুন ব্যাঙ্কের সঙ্গে তাঁদের ব্যাঙ্ক মার্জ হচ্ছে, সেখান থেকে পেতে হবে চেকবুক ও পাসবুক। তারজন্য আপনাকে নিজের নাম, ফোন নম্বর, ঠিকানা, নমিনির নাম সহ একাধিক তথ্য ফের একবার জমা দিতে হবে।

কোন ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে?

কোন ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হচ্ছে?

২০১৯ সালের এপ্রিল থেকে দেনা ব্যাঙ্ক ও বিজয়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে সংযুক্ত হয়েছে। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কের আওতায় এসেছে আগের বছর। সিন্ডিকেট ব্যাঙ্কের সঙ্গে কানাড়া ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, মার্জ হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে। ইন্ডিয়ান ব্যাঙ্কের সঙ্গে মার্জ হয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক।

English summary
Some Bank's Cheque book, Passbook may become invalid from next month
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X