For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই এর বিরুদ্ধে সত্যাগ্রহ এবার ছড়িয়ে পড়বে সারা দেশে, কোমর বেঁধে নামছে মহাজোট

সিবিআই সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার বিরোধী দলগুলির সরকার যে রাজ্যে রয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই সংস্থাকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার বিরোধী দলগুলির সরকার যে রাজ্যে রয়েছে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাদের অযথা হয়রানি করছে, ভয় দেখাচ্ছে। সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে নিজের মতো করে রাজনৈতির স্বার্থসিদ্ধির জন্য নরেন্দ্র মোদী সরকার কাজে লাগাচ্ছে। এই অভিযোগে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের কাছে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সিবিআই এর বিরুদ্ধে সত্যাগ্রহ এবার ছড়িয়ে পড়বে সারা দেশে

মমতার এই ধরনাকেই সমর্থন করছেন ব্রিগেডের মঞ্চে আসা বিভিন্ন রাজনৈতিক দল। চন্দ্রবাবু নাইড়ু থেকে শুরু করে এমকে স্তালিন, এইচডি দেবগৌড়া থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল সকলেই মমতার পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআই এর বিরুদ্ধে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্রের অরাজকতার বিরুদ্ধে মমতার লড়াইকে সমর্থন জানিয়েছেন আরও অনেকেই। বিরোধী মহাজোটের নেতারা ধরনা মঞ্চে আসতে পারেন বলেও শোনা গিয়েছে।

চন্দ্রবাবু নাইড়ু জানিয়েছে, বাংলায় সিবিআই ইস্যু নিয়ে যা চলছে তা নিয়ে বিরোধী দলগুলি দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। এর বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হবে। কীভাবে প্রতিবাদ হবে তার রূপরেখা ঠিক করতেই দিল্লিতে বৈঠক হবে বলে চন্দ্রবাবু জানিয়ে দিয়েছেন।

[আরও পড়ুন:মমতার ঐতিহাসিক পদক্ষেপ, ধরনা মঞ্চ থেকেই বাজেটে অংশগ্রহণ ][আরও পড়ুন:মমতার ঐতিহাসিক পদক্ষেপ, ধরনা মঞ্চ থেকেই বাজেটে অংশগ্রহণ ]

English summary
Solidarity with Mamata Banerjee : Nation-wide movement will be organised for CBI issue in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X