'কাশ্মীরে গুলির শব্দ উল্লাসের চিৎকার হিসাবে তুলে ধরা হচ্ছে'! বিজেপিকে তীব্র আক্রমণ শিবসেনার
মহারাষ্ট্রে তখত দখলের পর যদিও মোদীকে শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের 'বড় ভাই' বলে বর্ণনা করেছিল সেনার সংবাদপত্র 'সামনা', তবে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে এখনই ছাড়ছেনা শিবসেনা। কাশ্মীর প্রসঙ্গে এদিন বক্তব্য রেখে ফের একবার ঝাঁঝালো আক্রমণে বিজেপিকে বিদ্ধ করল 'সামনা'।

'সামনা'র দাবি কাশ্মীর নিয়ে
কেন্দ্রের সমালোচনায় মুখর হয়ে এদিন, 'সামনা' লেখে, 'দুজন সেনা শহিদ হয়েছেন এনকাউন্টারে। যাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ সাওয়ান্ত। গত এক মাসে মহারাষ্ট্রের ৭ থেকে ৮ জন বীর সেনা জওয়ানের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে।.. বারবার বলা হচ্ছেস কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে। সত্যিটা আসলে কী?'

গুলির শব্দ ও কাশ্মীর
'সামনা' তার সম্পাদকীয়তে লিখেছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া ভালো সিদ্ধান্ত। তবে কেন এখনও জঙ্গি হামলা চলছে , তা নিয়ে প্রশ্ন তুলেছে শিবসেনা। 'সামনা ' লিখছে, ' গুলির শব্দ এখনও বন্ধ হয়নি, আর সেটিকে উল্লাসের চিৎকার বলে প্রজেক্ট করা হচ্ছে। '

'কাশ্মীর স্বাভাবিক নয়'
শিবসেনার মুখপত্র 'সামনা'র দাবি, 'কাশ্মীরে ক্রমাগত সেনা জওয়ানরা শহিদ হচ্ছেন। যা থেকে স্পষ্ট যে কাশ্মীরের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। কাশ্মীরে এখনও বন্ধ হয়নি সন্ত্রাস। '