For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল অ্যাটাকে ৮ ভারতীয় সেনার মৃত্যু ও এক জনকে আটকের দাবি খারিজ সেনাবাহিনীর

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : সীমান্তরেখা অতিক্রম করে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল অ্যাটাকের সাফল্যে যখন উচ্ছ্বসিত গোটা দেশ। সেই সময়েই পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে ,সার্জিক্যাল অ্যটাক চলাকালীন সময়ে ৮ জন ভারতীয় সেনার মৃত্য হয়েছে। এবং একজন সেনাকে আটক করেছে পাকিস্তানের সেনাবাহিনী। [এই মুহূর্তে ভারত-পাক পরমাণু যুদ্ধ বাঁধলে কী ক্ষতির মুখে পড়বে গোটা বিশ্ব!]

এই খরর প্রকাশ্যে আসতেই ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে সেনা জওয়ানদের মৃত্যু নিয়ে যে দাবি করা হয়েছে পাকিস্তানি গনমাধ্যমে তা ভিত্তিহীন ও মিথ্যা। বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট রণবীর সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন সার্জিক্যাল অ্যাটাকের সময় কোন ভারতীয় সৈন্য আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]

সার্জিক্যাল অ্যাটাকে ৮ ভারতীয় সেনার মৃত্যু ও এক জনকে গ্রেফতারের দাবি খারিজ সেনাবাহিনীর

রাষ্ট্রীয় রাইফেলসের যে জওয়ানকে পাকিস্তানের সেনা আটক করেছে সে ভুলবশত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাক সীমানায় চলে গিয়েছিল, এর সঙ্গে সার্জিক্যাল অ্যাটাকের কোনও সম্পর্ক নেই বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ সাফ জানিয়ে দেওয়া হয়েছে। [ভারতের 'সার্জিক্যাল অ্যাটাক' অস্বীকার পাকিস্তানের, দাবি সীমান্তে মৃত ২ পাক জওয়ান]

সেনা বাহিনীর সূত্রে আরও জানানো হয়েছে, মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল ইতিমধ্যেই পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন। আটক ভারতীয় সেনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ধরেনের ঘটানা প্রায়শই ঘটে থাকে। নির্দিষ্ট নিয়ম মেনেই ভারতীয় জওয়ানকে ফিরিয়ে আনা হবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানোহয়েছে।

English summary
Soldier in pak custody was not capyured during surgiacal attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X