সূর্যগ্রহণ ২০২০: বছরের শেষ গ্রহণের দিন, ক্ষণ , তারিখ, গ্রাস ছাড়ার মুহূর্ত একনজরে
চন্দ্রগ্রহণ সবেমাত্র আজ সম্পন্ন হচ্ছে। কার্তিক পূর্ণিমায় এমন এক বিরল মহাজাগতিক ঘটনা ঘিরে রীতিমতো পারদ চড়েছে। জ্যোর্তিবিজ্ঞানী থেকে জ্যোতিষশাস্ত্রবিদ সকলেই এই ঘটনা নিয়ে উজ্জিবীত ছিলেন। এরপর আসছে সূর্যগ্রহণ (Solar Eclipse)। একনজরে দেখা যাক ২০২০ সালের শেষ সূর্যগ্রহণের দিন (date), ক্ষণ (time), তারিখ।

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ
২০২০ সালের শেষ সূর্যগ্রহণ আসন্ন ১৪ ডিসেম্বর। আর আগে ২১ জুন সূর্যগ্রহণ সম্পন্ন হয়। তারপর এই গ্রহণ বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ।

১৪ ডিসেম্বরে সূর্যগ্রহণের সময়
১৪ ডিসেম্বর সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে ৭:০৩ মিনিটে, তার পূর্ণগ্রাস চলবে ৮:০২ মিনিটে। গ্রাস সবচেয়ে তুঙ্গে থাকবে রাত ৯:৪৩ মিনিটে।

১৪ ডিসেম্বর সূর্যগ্রহণ কখন ছাড়বে!
১৪ ডিসেম্বর সূর্যগ্রহণ ছাড়ার সময় ১১:২৪ মিনিটে। এরপর আংশিক গ্রহণ রাত ১২: ২৩ মিনিটে শুরু হবে, যা ১৫ ডিসেম্বর পড়বে। মূলত এই সময়ের দিকে তাকিয়ে ভারতের নানান প্রান্তে একাধিক ধর্মীয় আচার আতরণ পালন করতে দেখা যায়।

ভারত থেকে কি দেখা যাবে এই গ্রহণ?
১৪ ডিসেম্বরের সূর্যগ্রহণ এমন একটা ঘটনা ঘটাবে যার হাত ধরে চাঁদের পূর্ণ ছায়া পড়তে চলেছে দক্ষিণ আমেরিকা, পেসিফিক, আটলান্টিক, ও ভারত মহাসাগরের উপর বেশ কিছু জায়গায়। আফ্রিকার কিছু অংশে দেখা যাবে গ্রহণ। আন্টার্টিকাতে দেখা যাবে বছরের শেষ গ্রহণ।