For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় সোহার সমালোচনার কারণ জানলে চমকে যাবেন

ইদে ভক্তদের শুভ কামনা না জানানো এবং শাড়ি পড়ে ছবি পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় সোহার সমালোচনা। গত বছরেও স্বর্ণমন্দিরে যাওয়া ও গণপতি উৎসবে যোগ দেওয়ায় সমালোচনা হয়। যোগ্য জবাব দিয়েছিলেন তিনি

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্ক সোহা আলি খানকে নিয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে স্বামী কুণাল খেমুর সঙ্গে ছবি পোস্ট করেন। সন্তান সম্ভবা সোহা শাড়ি পড়েই ছবিটি তুলেছিলেন।

এরপরই সোহার ছবিটি নিয়ে বেশ কয়েকজন ঘৃণাসূচক সমালোচনা করেন।

৩৮ বছরের এই অভিনেত্রী মঙ্গলবার ছবিটি পোস্ট করেন। পড়নে গোলাপী সিল্কের শাড়ি। মাথায় সাদা ফুল। কুণাল খেমুর পড়নে সাদা কুর্তা-পাজামা।

বেশির ভাগ মন্তব্যেই সন্তান সম্ভাবা সোহাকে অভিনন্দন জানানো হয়েছে। কেউ কেউ তার ছবিটির জন্য সমালোচনা করেছেন। একই সঙ্গে ইদে ভক্তদের শুভ কামনা না জানানোর জন্যও সমালোচনা করা হয়েছে।

এর আগে গত বছরেও সোশ্যাল মিডিয়ায় স্বর্ণমন্দির ও গণপতি পুজোয় যাওয়া নিয়ে তাঁর সমালোচনা করা হয়েছিল। সমালোচকদের মুখের মতো জবাবও দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। মন্দিরে গিয়েছিলেন বলে তাঁকে অ-মুসলিম বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই।

জানুয়ারি ২০১৫-য় কুণাল খেমুরকে বিয়ে করেন, প্রাক্তন ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সোহা। পর্দায় সোহার ছবি "রং দে বসন্তী", "মুম্বই মেরি জান", "সাহেব বিবি ঔর গ্যাংস্টার" দাগ কেটেছিল লোকের মনে।

English summary
Soha again gets hate in social media for wearing sari
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X