ফেসবুক, টুইটারের পোস্ট শেয়ার করে নয়া বিপদে পড়লেন 'বিগ বি'
মুম্বই, ২৮ মে : তাঁর অভিনীত 'পিকু' সিনেমার সাফল্য নিয়ে সারা দেশে প্রশংসার বন্যা চলছে। এই সিনেমায় একেবারে অন্য ঢংয়ে দেখা গিয়েছে বিগ বি কে।
এরই মাঝে অবশ্য নয়া বিপদ উঁকি দিয়েছে অমিতাভ বচ্চনের জন্য। অভিযোগ উঠেছে, স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও টুইটারে একটি কবিতা শেয়ার করেছেন অমিতাভ। জনৈক জগবীর রাঠী নামে একজনের লেখা কবিতাটি তিনি অন্য কারও লেখা, এই বলে শেয়ার করেছেন অমিতাভ।

এই নিয়ে জগবীরবাবু অমিতাভ বচ্চনের কাছে কৈফিয়ত চেয়েও সাড়া না পেয়ে বাধ্য হয়েই ১ কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়েছেন। যেটির ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে অমিতাভকে।
জগবীর রাঠী জানিয়েছেন, ২০০৬ সালে এই কবিতাটি তিনি লিখেছিলেন। কিছুদিন আগে টুইটারে বিগ বি-র ফলোয়ার বিকাশ দুবে নামে এক জনৈক টুইটারে তা পোস্ট করেন। পরে অমিতাভও ফেসবুক ও টুইটারে বিকাশবাবুর নাম দিয়েই ওই কবিতার পোস্টটি শেয়ার করেছেন বলে দাবি করেছেন জগবীর রাঠী।