For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভরা বর্ষায় বাণিজ্য নগরী, জলবন্দি হওয়া নিয়ে টুইটারে ক্ষোভ আমচি মুম্বইয়ের, দেখুন কিছু সেরা ছবি ও ভিডিও

মৌসুমি বায়ুর জেরে দিন কয়েক ধরেই প্রাকৃতিক দুর্যোগে মুম্বই। মঙ্গলবার আন্ধেরীতে রেল ওভার ব্রিজও ভেঙে পড়ে। যার জেরে ৬ জন জখম হন।

Google Oneindia Bengali News

মৌসুমি বায়ুর জেরে দিন কয়েক ধরেই প্রাকৃতিক দুর্যোগে মুম্বই। মঙ্গলবার আন্ধেরীতে রেল ওভার ব্রিজও ভেঙে পড়ে। যার জেরে ৬ জন জখম হন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মুম্বইয়ে প্রাকৃতিক দুর্যোগের জেরে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

এমনই পরিস্থিতিতে গত ৪৮ ঘণ্টায় জলভাসি মুম্বইয়ের বেশিকিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই সব ছবি ও ভিডিও-তে ক্ষোভ উগরে দিয়েছেন মানুষ। কেউ কেউ আবার তুলে ধরেছেন জলভাসি মুম্বইয়ের ছবি।

হর্নিম্যান সার্কেল

হর্নিম্যান সার্কেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেকার এই ছবিটি পোস্ট করেছেন প্রীতি।

রাস্তায় ধস

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওয়রা এই টুইটে বিএমসি-এর জোর সমালোচনা করেছেন। সেইসঙ্গে ধসের ছবি দিয়ে বিএমসি ও মেয়রকে কটাক্ষও করেছেন

জলবন্দি বান্দ্রা

সুদিপ্তা এই ছবিটি পোস্ট করেছেন। সেইসঙ্গে তিনি মলদ্বীপেরও একটি ছবি পোস্ট করে বান্দ্রার জলবন্দি অবস্থার তুলনা টেনেছেন।

জলবন্দি মুম্বই লাইফ-লাইন ও রাস্তা

এই ছবিটি টুইটারে তুলে ধরেছেন কিরু। জলবন্দি মুম্বই লাইফ-লাইনে কি পরিস্থিতি তা তুলে ধরেছেন। সেইসঙ্গে মুম্বইয়ের রাস্তায় জলভাসি পরিস্থিতিতে মানুষকে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাও তুলে ধরেছেন।

রাস্তায় ফাউন্টেন

ভৈরব ছায়া নামে একজন টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন। ভিডিওটি দেখে মনে হচ্ছে রাস্তায় যেন ফাউন্টেন তৈরি হয়েছে।

কোমর জলে উদ্ধারে পুলিশ

এভাবেই জলে নেমে আটকে পড়াদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এই দুই পুলিশকর্মী। ছবিটি পোস্ট করেছেন হাতিন্দর সিং।

জলছবি রঙ-মশাল... রূপকথার পায়রাদের গল্প বল...

এই ছবিটা টুইট করেছে হোয়াটস অ্যাপ মুম্বই। বৃষ্টিস্নাত মুম্বই-এর ছবি সকলের চোখ টানবে।

জলে যখন প্রতিবিম্ব

এই ছবিটা পোস্ট করেছেন শার্দুল কদম। হর্নিম্যান সার্কেলে স্টেট ব্যাঙ্কের সামনে তোলা হয়েছে এই ছবিটি।

উত্তাল আরব সাগর

মুম্বইয়ের সমুদ্র তিরে এখনই এমনই অবস্থা। ভিডিও-টি পোস্ট করেছেন এলিজাবেথ লি। সমুদ্র মৎসজীবীদের যেমন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে তেমনি সমুদ্র সৈকতেও সাধারণ মানুষের চলাফেরায় সতর্কতা জারি করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের দাপট চলবে

বিজয় কুমার নামে এক ব্যাক্তি এই স্যাটেলাইট ইমেজ ও মুম্বইয়ের একটি চার্চের পিছনের আকাশের ছবি তুলে ধরেছেন। উপগ্রহচিত্র-তে পরিস্কার যে ঘন-মেঘের ছায়ায় ঢেকে রয়েছে তামাম মুম্বই। সুতরাং সেখানে দুর্যোগ পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা এক্কেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

English summary
Last couple of days Mumbai is lashing by heavy rain. Many places flooded. Water is floating on roads. Landslide is also happening in some places.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X