জেলাস্তরে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে অভিনব উদ্যোগ মোদী সরকারের
স্থানীয় দাঙ্গাই হোক বা রাজনৈতিক চড়াই উতরাই, কিংবা ভুয়ো খবর, এবার সমস্ত কিছুতেই নজর রাখতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আর সেজন্য়ই এবার জেলায় জেলায় প্রযুক্তিগতভাবে পৌঁছতে চাইছে সরকার। এবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক চাইছে প্রতিটি জেলায় থাকুক তাদের সোশ্যাল মিডিয়া হাব। এই হাবের মাধ্য়মে জেলাস্তরের মানুষের মন বুঝে, তাঁদের সঙ্গে সংযোগ আরও দৃঢ় করার দিকে এগোতে চাইছে সরকার।

এই হাব তৈরির মাধ্যমে, দেশের প্রতিটি কোনার প্রতিটি জেলার খবর মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় আসলেই তা পৌঁছে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। এতে দেশের প্রান্তীয় ক্ষেত্রের সমস্ত বিষয়ের খোঁজ চলে যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। দেশে ৭০৭ টি এসএমসি বা সোশ্যাল মিডিয়া হাব তৈরির জন্য ইতিমধ্যেই ১৭ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার।
এইরকম এক সিদ্ধান্তের উদ্দেশ্য হল , যাতে ,সঠিকভাবে দেশের বিভিন্ন প্রান্তে 'দেশভক্তি'-কে জাগিয়ে তোলা যায়। বা দেশের প্রতি আরও বেশি আনুগত্য বাড়ানো যায়। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ইতিমধ্যেই এই হাব গঠমের কাজ শুরু হয়ে গিয়েছে। দেশের যেকোনও প্রান্তীয় ভাষাতে সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে কড়া নজর রাখতে এবার একাধিক ভাষাতে কমান্ড রুম খুলছে কেন্দ্রীয় সরকার। বাংলা, হিন্দি, মলায়লম, তেলুগু, তামিল ইত্যাদি একাধিক ভাষাতে খোলা হবে কমান্ড রুম।