For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জম্মু ও কাশ্মীর রি-অর্গানাইজেশন অ্যাক্ট'-এর ৩ পাতা জুড়ে বানান ভুলের ছড়াছড়ি! এরপর যা ঘটল

জম্মু ও কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট'-এ বানান ভুল!

  • |
Google Oneindia Bengali News

জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের তিনটি পাতা জুড়ে শুধুই বানান ভুল আর ব্যাকরণগত সমস্যা। জানা গিয়েছে, কেন্দ্রীয় আইন মন্ত্রকের তৈরি এই অ্যাক্টে ৫০টিরও বেশি বানান ভুল রয়েছে বলে দেখা গিয়েছে। শুধু তাই নয়, এই অ্যাক্ট যেখানে লেখা রয়েছে সেই পাতাতে ব্যাকরণগত সমস্যাও দেখা গিয়েছিল বলে খবর।

জম্মু ও কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট-এর ৩ পাতা জুড়ে বানান ভুলের ছড়াছড়ি! এরপর যা ঘটল

টেরিটোরি, অ্যাডমিনিস্ট্রেটর, আর্টিক্যালের মতো বানান ওই অ্যাক্টের লিখিত রূপের পাতাগুলিতে ভুল ছিল। এরপর নতুন করে তা ঠিক করা হয়। প্রসঙ্গত, গত ৭ অগাস্ট ২০১৯ সালে এই ভারতীয় সংসদে কাশ্মীর প্রসঙ্গে নতুন সিদ্ধান্ত গৃহিত হওয়ার পর পাশ হয় জম্মু ও কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্ট। এর আগে, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। এরপর জম্মু ও কাশ্মীরের থেকে লাদাখের অংশটুকুকে আলাদা করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ আলাদা কেন্দ্রসশাসিত অঞ্চল হিসাবে ঘোষিত হয়।

এদিকে, নতুন অ্যাক্টের লিখিত রূপে একের পর এক ভুলভ্রান্তির জেরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার। তবে ঘটনার কথা জানতে পেরেই যাবতীয় ভুলভ্রান্তি ঠিক করে , আপাতত জম্মু ও কাশ্মীর রি অর্গানাইজেশন অ্যাক্টকে নতুন করে লেখা হয়েছে।

English summary
So many spelling mistakes in J&K reorganisation, now its corrected .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X