For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও পর্যন্ত ১৬৩টি বিশেষ শ্রমিক ট্রেনে বাড়ি ফিরেছে ১.‌৬০ লক্ষের বেশি শ্রমিক

এখনও পর্যন্ত ১৬৩টি বিশেষ শ্রমিক ট্রেনে বাড়ি ফিরেছে ১.‌৬০ লক্ষের বেশি শ্রমিক

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কেন্দ্র সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এইসব শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে বলেছে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলদের। ইতিমধ্যেই চালু হয়েছে বিশেষ ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১ মে থেকে তারা ১৬৩টি শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে এবং বাড়ি ফিরিয়ে এনেছে ১.‌৬০ লক্ষের বেশি পরিযায়ী শ্রমিককে, যাঁরা অসহায় অবস্থায় আটকে ছিলেন দেশের বিভিন্ন প্রান্তে।

মোট ট্রেন চলেছে ১৬৩টি

মোট ট্রেন চলেছে ১৬৩টি

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ৫৬টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে এবং বৃহস্পতিবার ১৪টি। এই ক'‌দিনে এখনও পর্যন্ত ১৬৩টি ট্রেন চলেছে শ্রমিকদের বাড়ি পৌঁছানোর জন্য। রেলের মুখপাত্র বলেন, ‘‌বৃহস্পতিবারের পরও আমরা বেশ কিছু ট্রেন চালানোর পরিকল্পনা করছি।'‌

৭২–এর বদলে প্রত্যেক কোচে ৫৪ জন যাত্রী

৭২–এর বদলে প্রত্যেক কোচে ৫৪ জন যাত্রী

বুধবার পর্যন্ত ১৪৯টি এই বিশেষ ট্রেন চলেছে। প্রত্যেকটি বিশেষ ট্রেনে রয়েছে ২৪টি করো কোচ, প্রত্যেক কোচে আসন সংখ্যা ৭২টি। কিন্তু জাতীয় পরিবহনের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য প্রত্যেক কোচে ৫৪ জন করে যাত্রী বসছে এবং মাঝখানের বার্থ কোনও যাত্রী থাকছে না।

কেন্দ্র–রাজ্য যৌথভাবে এর ব্যয় বহন করবে

কেন্দ্র–রাজ্য যৌথভাবে এর ব্যয় বহন করবে

রেলের পক্ষ থেকে যদিও স্পষ্টভাবে জানানো হয়নি যে এই পরিষেবা কতদিন চলবে, তবে এর ব্যয়ভার প্রসঙ্গে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন্দ্র-রাজ্য যৌথভাবে এই ব্যয় বহন করবে, যেটি ৮৫:‌১৫ অনুপাতে হবে। সরকারিভাবে জানা গিয়েছে জাতীয় পরিবহন ইতিমধ্যেই প্রত্যেক পরিষেবা পিছু ৮০ লক্ষ টাকা ব্যয় করেছে।

গুজরাত–কেরল থেকে সবচেয়ে বেশি শ্রমিক ফিরছে

গুজরাত–কেরল থেকে সবচেয়ে বেশি শ্রমিক ফিরছে

এই পরিষেবা শুরু হওয়ার পর তালিকার শীর্ষে রয়েছে গুজরাত। এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক বিশেষ ট্রেনে করে বাড়ি পৌঁছেছেন। এরপরই রয়েছে কেরলের নাম। শ্রমিক ফেরার ক্ষেত্রে বিহার ও উত্তরপ্রদেশের নাম সবার শীর্ষে। এর আগে যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই পরিষেবা বিনামূল্যে নয়। যার জন্য বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছিল। নির্দেশিকায় রেল জানিয়েছিল যে ৯০ শতাংশ আসন যদি ভরে যায় তবেই রেল ট্রেন চালাবে এবং রাজ্য সরকারকে টিকিটের ভাড়া বহন করতে হবে।

শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে রাজনীতি করবেন না, সোনিয়াকে কটাক্ষ রেল ইউইনিয়নেরশ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে রাজনীতি করবেন না, সোনিয়াকে কটাক্ষ রেল ইউইনিয়নের

English summary
The Indian Railways on Thursday said it has run over 163 Shramik Special trains since May 1 and ferried home over 1.60 lakh migrants stranded in various parts of the country due to the COVID-19-induced lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X