For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা! নিয়ন্ত্রণের উপায় বাতলে দিলেন রামদেব

পরিবারে দুই সন্তানের বেশি হলে সেই পরিবারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হোক। এমন কী সেই পরিবারকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হোক। এমনটাই দাবি করলেন যোগ গুরু রামদেব।

  • |
Google Oneindia Bengali News

পরিবারে দুই সন্তানের বেশি হলে সেই পরিবারের ভোটের অধিকার কেড়ে নেওয়া হোক। এমন কী সেই পরিবারকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হোক। এমনটাই দাবি করলেন যোগ গুরু রামদেব। দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই নিজের চিন্তা প্রকাশ করে আসছেন রামদেব।

ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা! নিয়ন্ত্রণের উপায় বাতলে দিলেন রামদেব

আলিগড়ে ভারতে ঊর্ধমুখী জনসংখ্যা এবং তার প্রতিকারের উপায় সংক্রান্ত এক আলোচনা সভায় অংশ নিয়েছিলেন বাবা রামদেব। সেখানে তিনি হিন্দু, মুসলিমে বিভেদ না করেই, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে গেলে ভোটদানের অধিকার, চাকরি, চিকিৎসার সুবিধা কেড়ে নেওয়ার পক্ষে মত প্রকাশ করেন রামদেব। যাঁদের দুটির বেশি সন্তান রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া চালুর প্রস্তাব দেন রামদেব। তিনি বলেন, এই প্রক্রিয়া চালু করলে জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে।

এই ধরনের ব্যক্তিদের নির্বাচনে যোগ দেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের পক্ষে রামদেব। পাশাপাশি সরকারি স্কুলে ভর্তি কিংবা সরকারি হাসপাতালে চিকিৎসার সুবিধা দানে বাধা দেওয়ার কথাও চিন্তাভাবনার মধ্যে আনা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

তবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে যোগ গুরু রামদেবের এই মন্তব্য এবারই প্রথম নয়। গতবছরের নভেম্বরে তিনি বলেছিলেন, তাঁর মতো মানুষ যাঁরা বিয়ে করেননি, তাঁদের বিশেষ সম্মান দেওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রামদেব।

English summary
Snatching voting rights, govt jobs of people with more than two kids, claimed Ramdev
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X