For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাপকে চুমু ,প্রাণ রক্ষা করেছেন বাঘ-চিতাবাঘের,তাক লাগাচ্ছেন এই যুবক, দেখুন ছবি

সাপকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার লোকজনও এ বিশ্বে কম নেই। ওড়িশার কৃষ্ণচন্দ্র গুছাইত এমনই একজন। যিনি সাপকে ভালোবেসে চুমুই খেয়ে ফেলছেন!

  • |
Google Oneindia Bengali News

'সাপ' বলে চিৎকার শুনলেই আঁৎকে ওঠেন অনেকে। অনেকেই মনে মনে ভয় পেলেও , সেই ভয় বাইরে জাহির করেন না। তবে সাপকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার লোকজনও এ বিশ্বে কম নেই। ওড়িশার কৃষ্ণচন্দ্র গুছাইত এমনই একজন। যিনি সাপকে ভালোবেসে চুমুই খেয়ে ফেলছেন!

সাপকে চুমু ,প্রাণ রক্ষা করেছেন বাঘ-চিতাবাঘের,তাক লাগাচ্ছেন এই যুবক, দেখুন ছবি

[আরও পড়ুন:দিনে ৩ বেলা টিকটিকি না খেলে ঘুম হয় না, চিনুন এই 'বিষ পুরুষ'কে][আরও পড়ুন:দিনে ৩ বেলা টিকটিকি না খেলে ঘুম হয় না, চিনুন এই 'বিষ পুরুষ'কে]

ওড়িশার ময়ূরভঞ্জের উথানি নওগাঁও গ্রামের বাসিন্দা কৃষ্ণ। গ্রামের ভিতর ঢুকতেই তাঁকে একডাকে সকলে চিনে ফেলেন। আরতাঁর এই জনপ্রিয়তার পিছনে একটাই কারণ। সাপের প্রতি প্রেম। সাপকে নিয়ে ভয়ডরের লেশমাত্র নেই তাঁর চোখে মুখে। সাবলীলভাবে কবজা করতে পারেন তিনি যেকোনও সাপকে। তার জন্য় অবশ্য বেশ কিছু কায়দা রপ্ত করে ফেলেছেন কৃষ্ণচন্দ্র গুছাইত। হাত দিয়েই বিষধর সব সাপ ধরে ফেলেন তিনি।

কৃষ্ণ চন্দ্রের দাবি, শুধু সাপ নয়, হাতি, বাঘ, চিতাবাঘকেও অনায়াসে নিজের দাপটে আনতে পারেন তিনি। বনের প্রাণীরা আহত হলে তিনি এগিয়ে যান তাদের চিকিৎসায়। সম্মান বা স্বীকৃতি নিয়ে আপাতত কোনও ভাবনা নেই এই পশুপ্রেমিক যুবকের। ভালোবাসার দাপটে অনায়াসে নামিয়ে দিতে পারেন সাপের ফনা। দুনিয়া কী বলল তাতে তার কিছু যায় আসে না, তিনি নিজের পশুপ্রেম নিয়েই মশুগুল।

English summary
snake lover kisses snake , rescues animal in odisha mayurbhanj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X