ক্যুরিয়ারের পার্সেল খুলতেই সাপ ! এরপর যা ঘটে গেল ওড়িশার ব্যক্তির বাড়িতে
যেরকম আর চার পাঁচটা কুরিয়ারের পার্সেল আসে , সেরকমই এদিনও পার্সেল এসেছিল ওড়িশার ময়ূরভঞ্জের ব্যক্তির কাছে। কিন্তু পার্সেল খুলতেই চক্ষু চড়ক গাছ ব্য়ক্তির! বাক্স খুলতেই দেখা যায় জিনিসপত্রের সঙ্গে রয়েছে জলজ্যান্ত একটি সাপ!

যেকোনও সাপ নয়, এক্কেবারে কেউটে! এস মুথুকুমারন মূলত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। তবে বর্তমানে তিনি ওড়িশার ময়ূরভঞ্জের বাসিন্দা কর্মসূত্রে। সেখানেই এসেছিল সেই পার্সেল। পার্সেলের জিনিসপত্রের মধ্যে কেউটে নড়তে দেখেই হতভম্ব হয়ে যান মুথুকুমারন। এরপরই তিনি ডেকে পাঠান স্থানীয় বনকর্মীদের। বনদফতরের কর্মীরা আসতেই পাকড়াও করা হয় সাপকে।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট অন্ধ্রপ্রদেশের গুণ্টুর থেকে ওড়িশার উদ্দেশে যায় এই ওই পার্সেল। পার্সেলে ছিল কয়েকটি বাড়ির বাসনপত্র। সেখানেই লুকিয়ে ছিল সাপ। এদিকে, বনদফতরের কর্মীরা সাপকে বার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।
[আরও পড়ুন:কাশ্মীরে কেন গেলেন এখন রাহুলরা! প্রশ্ন তুলে, কংগ্রেস শিবিরকে তোপ দেগে মায়ার নয়া চাল ]