For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যর্থতার বিতর্কের মাঝেই দিল্লি পুলিশের নতুন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত

Google Oneindia Bengali News

পাকাপাকি ভাবে দিল্লি পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হলেন এসএন শ্রীবাস্তব। এর আগে দিল্লির উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশ কমিশনার হাসিবে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। সেই পদে আসীন হওয়ার দুই দিনের মধ্যেই পাকাপাকি ভাবে দিল্লি পুলিশের কমিশনার পদে বসতে চলেছেন তিনি। প্রসঙ্গত, সিপি অমূল্য পট্টনায়েক শনিবার অবসর নিচ্ছেন।

দিল্লির বিশেষ সিপি হিসাবে শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছিল

দিল্লির বিশেষ সিপি হিসাবে শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছিল

এর আগে শনিবার থেকে শুরু হওয়া সিএএকে কেন্দ্র করে অশান্তি নিয়ন্ত্রণে আনতে বিশেষ পুলিশ কমিশনার হিসাবে এস এন শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছিল দিল্লির বিশেষ পুলিশ কমিশনার হিসাবে। সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের অফিসার এস এন শ্রীবাস্তবকে এই পদে নিয়োগ করা হয়েছে।

মুজাহিদিনের বিরুদ্ধে হাই প্রোফাইল কেস সামলেছেন শ্রীবাস্তব

মুজাহিদিনের বিরুদ্ধে হাই প্রোফাইল কেস সামলেছেন শ্রীবাস্তব

১৯৮৫ সালের আইপিএস ব্যাচের অফিসার এস এন শ্রীবাস্তবকে দিল্লিতে বিশেষ কমিশনার পদে নিয়োগ করে দিল্লি পরিস্থিতি বাগে আনতে চাইছে কেন্দ্র। এর আগে শ্রীবাস্তব সিআরপিএফ-এর বিশেষ ডিরেক্টর পদ সামলাচ্ছিলেন। এর আগে মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল কেস সামলেছেন শ্রীবাস্তব। সামলেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদও।

ব্যর্থতার জন্যে বিতর্কে দিল্লি পুলিশ

ব্যর্থতার জন্যে বিতর্কে দিল্লি পুলিশ

দিল্লির হিংসা নিয়ে শুনানিতে বিচারপতি এস মুরলিধর দিল্লি পুলিশের কাজ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হলেও, কেন অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও

দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও

শনিবার শুরু হয় দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ। এরপর বুধবার পরিস্থিতির এতটা অবনতি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত, দিল্লির মৌজপুর, বাবরপুর, কবিরনগর, পশ্চিম জ্যোতি নগর, গোকুলপুরীর গলিতে এই হিংসার ছবি নজরে পড়েছে বারবার। দিল্লির হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ। এই নিয়ে প্রকাশ্যে দিল্লি পুলিশকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্টও।

দিল্লিতে হিংসায় প্রাণ হারিয়েছে ৩৮

দিল্লিতে হিংসায় প্রাণ হারিয়েছে ৩৮

এদিকে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে শুরু হওয়া দিল্লির হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮। জখম ৩০০-রও বেশি। এই অবস্থায় দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতেই বৃহস্পতিবার সন্ধ্যায় এক উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিদায়ী পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক ও বিশেষ কমিশনার (আইন শৃঙ্খলা) এসএন শ্রীবাস্তব।

১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল দিল্লিতে

১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল দিল্লিতে

বৈঠকে পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে দিল্লিতে গত ৩৬ ঘণ্টায় আক্রান্ত এলাকায় কোনও বড় ঘটনা ঘটেনি। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, পরিস্থিতির দিকে নজর রেখে শুক্রবার ১০ ঘণ্টার জন্য ১৪৪ ধারায় শিথিল করা হবে। জানা গিয়েছে প্রতিরোধমূলক ভাবে ও হিংসা ছড়ানোর সন্দেহে এখনও পর্যন্ত ৫০০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত এগোলে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দু'টি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

English summary
SN Srivastava appointed as new Commissioner of Delhi Police, will replace Amulya Patnaik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X