For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্যর্থ যুবরাজ' বলে রাহুলকে তীব্র কটাক্ষ স্মৃতি ইরানির

একটি রাজনৈতিক পরিবারের ব্যর্থ যুবরাজ বিদেশে গিয়ে নিজের ব্যর্থ রাজনৈতিক কেরিয়ারের বর্ণনা করেছেন, বার্কলেতে রাহুল গান্ধীর বক্তব্যের এভাবেই জবাব দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

একটি রাজনৈতিক পরিবারের ব্যর্থ যুবরাজ বিদেশে গিয়ে নিজের ব্যর্থ রাজনৈতিক কেরিয়ারের বর্ণনা করেছেন। বার্কলেতে রাহুল গান্ধীর বক্তব্যের এভাবেই জবাব দিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'ছোট' করতে এবার আন্তর্জাতিক মঞ্চ বেছেছেন কংগ্রেসের যুবরাজ।

[আরও পড়ুন:দম্ভ ও উন্নাসিকতাই কংগ্রেসের পতনের কারণ, আত্মসমালোচনা রাহুল গান্ধীর][আরও পড়ুন:দম্ভ ও উন্নাসিকতাই কংগ্রেসের পতনের কারণ, আত্মসমালোচনা রাহুল গান্ধীর]

'ব্যর্থ যুবরাজ' বলে রাহুলকে তীব্র কটাক্ষ স্মৃতি ইরানির

মঙ্গলবারই রাহুল গান্ধী ভারতে পরিবারতন্ত্রের পক্ষে সওয়াল করে বলেন, শুধু ভারতই নয়, বিশ্বের অনেক দেশেই এভাবেই রাজনীতি হয়। রাহুলের বক্তব্য়ের জবাবে স্মৃতি ইরানি বলেন, দেশের গণতন্ত্র চলে প্রতিভার ভিত্তিতে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এমনকী বিজেপি সভাপতিও কোনও রাজনৈতিক পরিবার থেকে আসেননি। স্মৃতির দাবি, রাহুলের এই মন্তব্যই স্পষ্ট করে দেয় যে তিনি কতটা ব্যর্থ। দেশবাসী তাঁকে গ্রহণ না করায়, এখন তিনি বিদেশে গিয়ে নিজের ব্যর্থতার প্রচার করছেন বলে মন্তব্য করেছেন স্মৃতি ইরানি।

এদিন রাহুল স্বীকার করেন যে ২০১২ সালেই কংগ্রেসের অহঙ্কার এতটাই বেড়ে যায় যে তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখাও বন্ধ করে দেয়। জবাবে স্মৃতি বলেন, এই কথা বলে রাহুল তাঁর মা ও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। সনিয়ার নেতৃত্বে কংগ্রেস অহঙ্কারি হয়ে গিয়েছে, একথা বলেন নিজেই হার স্বীকার করেছেন কংগ্রেসের সহ-সভাপতি।

English summary
Smriti Irani slams Rahul Gandhi's 'dynast' remarks, she said, a failed dynast spoke in us about his failed political career.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X