দশ জন্মেও সাভারকরের সমান হতে পারবেন না রাহুল গান্ধী, তোপ স্মৃতি ইরানির
দশ জন্ম চেষ্টা করলেও রাহুল গান্ধী বীর সাভারকরের সাহসিকতার সমান পর্যায়ে পৌঁছাতে পারবেন না। শনিবার বারাণসীতে এক জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে এভাবেই রাহুল গান্ধীকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতী ইরানি। কয়েক দিন আগেই রাহুল গান্ধী দিল্লিতে সিএএ-এনআরসি বিরোধী এক জনসভায় সভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই প্রেক্ষিতেই আজ স্মৃতির এই আক্রমণ।

আজ রাহুল গান্ধীকে আক্রমণ করে স্মৃতি ইরানি বলেন, 'সম্প্রতি রাহুল গান্ধী বলেছিলেন যে তিনি রাহুল সাভারকর নন, তাই তিনি ক্ষমা চাইবেন না। আমি ওনাকে বলতে চাই যে উনি চাইলেও ১০ জন্ম পার করেও বীর সাভারকরের সাহসিকতার সমান পর্যায়ে পৌঁছাতে পারবেন না।'
রাহুল গান্ধীর দামোদর সাভারকরকে নিয়ে করা সেই মন্তব্যের জেরে মহারাষ্ট্রের রাজনীতিতেও ঝড় ওঠে। শিবসেনা তো বটেই এনসিপি থেকেও তোপ দাগা হয় কংগ্রেসকে। এই বিষয়ে এনসিপির নবাব মালিক বলেছিলেন, 'নীতিগত বিরোধ থাকলেই যে ব্যক্তিগত আক্রমণ করতে হবে বা কুরুচিকর মন্তব্য করতে হবে এরকম নয়। এভাবে আপত্তিজনক বিষয় লেখা উচিত নয়। এই বুকলেটটি ফেরত নিয়ে নেওয়া উচিত।'
এদিকে আজই কংগ্রেসের নাম না করে ফের সাভারকর ইস্যুতে তোপ দাগেন সঞ্জয় রাউত। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাভারকরের সমালোচকদের তোপ দেগে সঞ্জয় দাবি করেন, 'যারা বীর সাভারকরকে বিরোধিতা করেন তারা অন্য দল বা মতাদর্শের হতে পারেন। তবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ, বীর সাভারকরের সমালোচনা করার আগে তাদের উচিত আন্দামানের সেলুলার জেলে কয়েক দিন কাটানো। তবেই তাঁরা বীর সাভারকরের দেশের জন্যে করা বলিদান বুঝতে পারবেন।'