For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির

ওয়ানাদে মনোনয়ন জমা দেওয়ার পরেই কড়া প্রতিক্রিয়া জানালেন আমেথিতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি। এদিন সকালে দ্বিতীয় কেন্দ্র হিসেবে ওয়ানাদে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

  • |
Google Oneindia Bengali News

ওয়ানাদে মনোনয়ন জমা দেওয়ার পরেই কড়া প্রতিক্রিয়া জানালেন আমেথিতে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী স্মৃতি ইরানি। এদিন সকালে দ্বিতীয় কেন্দ্র হিসেবে ওয়ানাদে মনোনয়ন দাখিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। স্মৃতি ইরানি বলেন, আমেথিকে অপমানিত করেছেন রাহুল। স্মৃতি ইরানি এনিয়ে দ্বিতীয়বার আমেথিতে রাহুলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

আমেথি অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না! রাহুলকে কড়া আক্রমণ স্মৃতি ইরানির

স্মৃতি ইরানি অভিযোগ করে বলেছেন, আমেথির দৌলতেই ১৫ বছর ধরে ক্ষমতা ভোগ করেছেন রাহুল। এখনও আমেথিকে ছেড়ে দ্বিতীয় আরেক জায়গা থেকে মনোনয়ন পেশ করেছেন তিনি। আমেথি এই অপমান আর বিশ্বাসঘাতকতা ভুলবে না। মন্তব্য করেছেন স্মৃতি ইরানি।

একইসঙ্গে তিনি ওয়ানাদের বাসিন্দাদের সতর্ক করে দেন। তিনি বলেন, আপনারা যদি সাংসদ হিসেবে রাহুল গান্ধীকে পেতে চান, তাহলে আমেথি ঘুরে আসুন। শেষ ১৫ বছর ধরে আমেথির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবার আপনাদের প্রতারণা করতে আসছে।

[আরও পড়ুন: ভোট ময়দানে ভোজপুরি নাইট রাইডার্স লালুর দল! ধার নিল কেকেআর-এর গান, দেখুন ভিডিও][আরও পড়ুন: ভোট ময়দানে ভোজপুরি নাইট রাইডার্স লালুর দল! ধার নিল কেকেআর-এর গান, দেখুন ভিডিও]

মনোনয়ন জমা দিয়ে ওয়ানাদে প্রচার শুরু করেন রাহুল। অন্যদিকে, এদিন আমেথিতে প্রচারে গিয়েছেন স্মৃতি ইরানি।

২০১৪-তে স্মৃতি ইরানি হেরে গিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে তাঁর ফারাক অনেকটাই কমে গিয়েছিল। গত পাঁচবছরে বহুবার আমেথিতে গিয়েছেন স্মৃতি। সম্প্রতি সেখানে অ্যাসাল্ট রাইফেল ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।

[আরও পড়ুন: রাজ্যের ২৩ আসনে বিজেপির জয় নিশ্চিত, দাবি দিলীপ ঘোষের][আরও পড়ুন: রাজ্যের ২৩ আসনে বিজেপির জয় নিশ্চিত, দাবি দিলীপ ঘোষের]

বছরভর আমেথি আর রায়বরেলির প্রচারে দায়িত্ব প্রিয়ঙ্কা গান্ধীর কাঁধে। কিন্তু এবার উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ৪১ টির দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
The Congress president had "insulted" Amethi by filing his nomination from a second constituency, said Smriti Irani.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X